ক্রাইমবার্তা রিপোর্ট:: শ্যামনগরে পানিতে ডুবে দুই মহিলার অকাল মৃত্যু হয়েছে। গতকাল শনিবার পৃথক পৃথক ঘটনায় ওই দুই মহিলার মৃত্যু হয় তথ্য সংশ্লিষ্ট প্রশাসনের। দুই মহিলা হলেন শ্যামনগর সদর ইউনিয়নের নকিপুর গ্রামের মৃত আবুল কাশেমের মেয়ে আমেনা খাতুন (৫৫) এবং খাগড়াঘাট গ্রামে মৃত্যু ফলু গাজীর মেয়ে জোবেদা বিবি ওরফে পুটি (৯০)। থানা সূত্র মতে, দুপুর দেড়টার দিকে স্থানীয়দের কাছে জানতে পেরে পুলিশের উপ-পরিদর্শক আব্দুল হালিম কাঁঠালবাড়ীয় রাস্তার পাশ্বে মাছের ঘের থেকে আমেনা খাতুনের মরাদেহ উদ্ধার করে। সে মানুষের ভারসাম্যহীন ছিল জানিয়েছেন। শ্যামনগর থানায় ৩৩ নং অপমৃত্যু মামলা হয়েছে। অপর এক ঘটনায় বেলা আড়াইটার দিকে পুলিশের উপ-পরিদর্শক মোঃ রোকন মিয়া খ্যাগড়াঘাট গ্রামে জমাত আলী গাজীর পুকুর থেকে জোবেদা বিবির মরদেহ উদ্ধার করে। এঘটনায় শ্যামনগর থানায় ৩২ নং অপমৃত্যু মামলা হয়েছে। শ্যামনগর থানার ওসি সৈয়দ মান্নান আলী উভয় ঘটনার সত্যতা নিশ্চিত করেন।৩০ডিসেম্বর,২০১৭শনিবার:ক্রাইমর্বাতা.কম/প্রতিনিধি/আসাবি
Check Also
সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। …