সাতক্ষীরায় বিপুল ভোটে বিজয়ী বিএনপির সদ্য নির্বাচিত ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে পরাজিত প্রার্থীর মামলা

ক্রাইমবার্তা রিপোর্ট:সাতক্ষীরা সংবাদদাতাঃ সাতক্ষীরায় বিপুল ভোটে বিজয়ী শ্যামনগর গাবুরার উপ-নির্বাচনে সদ্য নির্বাচিত ইউপি চেয়ারম্যান আলহাজ্জ্ব জি এম মাসুদুল আলমের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা হয়েছে। নির্বাচনে জয়ের একদিন পর এ মামলার খবর পান সদ্য নির্বাচিত বিএনপির ইউপি চেয়ারম্যান।
সদ্য উপ-নির্বাচনে পরাজিত আ’লীগের দলীয় প্রার্থি এস এম রবিউল ইসলাম বাদী হয়ে ১৯০৮ সালে বিস্ফোরক দ্রব্য আইনের ৩ ধারার আলোকে শ্যামনগর থানাতে এ মামলাটি দায়ের করেন।
মামলায় এজাহার ভূক্ত ২৫জন আসামী ছাড়াও অজ্ঞাত নামা ১০-১৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়। প্রসঙ্গত: গত ২৫ ডিসেম্বর নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ দলীয় প্রাথী এস এম রবিউল ইসলাম, অপর সহযোগিদের নিয়ে নির্বাচনী প্রচারণা শেষে ফিরে আসার সময় গাংড়ামারী নামক স্থানে বোমা হামলার শিকার হয়। মুলত: ওই ঘটনাকে কেন্দ্র করে জি এম মাসুদুল আলমসহ অন্যদের বিরুদ্ধে এ মামলা করা হয় বলে মামলা সুত্রে জানায়। এবিষয়ে শ্যামনগর থানার ওসি সৈয়দ মান্নান আলী ঘটনার সত্যতা স্বীকার করেন।
উলেখ্য:গত ২৮ ডিসেম্বর শ্যামনগর উপজেলার ১২নং গাবুরা ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে চেয়ারম্যান পদে বিএনপি প্রার্থী আলহাজ্জ্ব জি এম মাছুদুল আলম বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। গত ২৮ ডিসেম্বর শ্যামনগর উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোঃ রবিউল ইসলাম জানান, গাবুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি,এন,পি প্রার্থী ধানেরশীষ প্রতিক নিয়ে ৮ হাজার ৩৯ ভোট পেয়ে জি, এম, মাছুদুল আলম জয়ীহন, তার নিকটতম প্রতিদ্বন্দী বাংলাদেশ আওয়ামীলীগ প্রার্থী নৌকা প্রতিক নিয়ে এস, এম, রবিউল ইসলাম পেয়েছেন ১ হাজার ৩ শত ২৬ ভোট, স্বতন্ত্রা প্রার্থী মোহাঃ মোস্তাফিজুর মোটর সাইকেল প্রতিক ৬শত ৪৩টি, মোঃ রবিউল ইসলাম জোয়ারদার আনারস প্রতিক ১শত ৫১টি, জি, এম, জহুরুল আলম দোয়াতকলম প্রতিক ১৯টি এবং ভোট বাতিল হয়েছে-৬৭টি, বৈধ ভোটের সংখ্যা ১০ হাজার ১শত ৭৮টি, মোট পোল হওয়া ভোটের সংখ্যা- ১০ হাজার ২শত ৪৫টি।গাবুরা ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২২ হাজার ১শত ২৪ জন। মোট ভোটার কেন্দ্র-০৯টি। নুরনগরে মোট ভোটার সংখ্যা ১ হাজার ৪শত ৩৯ জন ভোট কেন্দ্র-১টি। এদিকে নুরনগর ইউপি ১নং ওয়ার্ডে সদস্য পদে প্রতিদ্বন্দীতা করছেন ৫ জন। এর মধ্য থেকে মোঃ আব্দুল করিম টিউবওয়েল প্রতিকে ৬ শত ৫২ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। অধিকাংশ ভোটাররা নিজ নিজ কর্মসংস্থানে থাকায় তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি বলে স্থানীয়রা জানিয়েছেন।
নির্বাচনে হেরে আ’লীগের দলীয় প্রার্থী নির্বাচিত বিএনপি সমর্থিত প্রার্থীর বিরুদ্ধে এ মামলা করেছে বলে বিজয়ী প্রাথী জানান।-

৩০ডিসেম্বর,২০১৭শনিবার:ক্রাইমর্বাতা.কম/প্রতিনিধি/আসাবি

Check Also

তালায় ইউপি পরিষদ কক্ষে দুই সাংবাদিকের উপর হামলা, প্রতিবাদে মানববন্ধন

তালা প্রতিনিধি তালার ইসলামকাটি ইউনিয়ন পরিষদে সাংবাদিক আক্তারুল ইসলাম ও আতাউর রহমানের ওপর সন্ত্রাসী রমজান আলী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।