নাজমুল আলম মুন্না,সাতক্ষীরা। আশ্রয় ফাউন্ডেশন এর আয়োজনে এবং অক্সফামের সহযোগিতায় ২৯-৩০ ডিসেম্বর ২০১৭ তারিখ ২ দিন ব্যাপী দুর্যোগ ব্যাবস্থাপনা বিষয়ক এক প্রশিক্ষণের সমাপ্তি হয়েছে।
সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসের হল রুমে এই অনুষ্ঠানে সাতক্ষীরার উন্নয়ন সংগঠনের ২৬ জন এবং মাধ্যমিক বিদ্যালয়ের ৪ জন শিক্ষক অংশগ্রহণ করেন। সমাপনী দিনে অতিথি ছিলেন সিডোর নির্বাহী পরিচালক শ্যামল কুমার বিশ্বাস, আরার নির্বাহী পরিচালক মোঃ আবুল কালাম ও আশ্রয় ফাউন্ডেশনের এলোনা প্রজেক্টের ব্যাবস্থাপক মোঃ মিজানুর রহমান।
দুইদিন ব্যাপী প্রশিক্ষণ পরিচালনায় ছিলেন আশ্রয় ফাউন্ডেশনের প্রশিক্ষক প্রধান বনশ্রী ভান্ডারী। প্রশিক্ষণে অংশগ্রহণ করেন বরসা, আশ্রয়, ইডা, বন্ধন, জিডিএফ, সুর্যমুখি, চুপড়িয়া মহিলা সংস্থা, আশা লোককেন্দ্র, গ্রাম উন্নয়ন সংস্থা, গণমৈত্রী, বেত্রবতী পল্লী উন্নয়ন সংস্থা, অনন্যা মহিলা সমিতি, উদ্দীপ্ত মহিলা সংস্থা, পল্লী সমাজ ফাউন্ডেশন, নারী উন্নয়ন সংস্থা, সাজেদা নারী উন্নয়ন সংস্থা, ডুমুরিয়ায় মাধ্যমিক বিদ্যালয়, তালা, সুভাষিনি ডিগ্রি কলেজ। প্রশিক্ষনে দুর্যোগ পুর্ব, দুর্যোগ সময় এবং দুর্যোগ পরবর্তী কার্যক্রম সম্পর্কে অংশগ্রহণকারীদের ধারনা প্রদান করা হয়। ৩০ডিসেম্বর,২০১৭শনিবার:ক্রাইমর্বাতা.কম/প্রতিনিধি/আসাবি