২৩ লক্ষ বই ঘাটতি রেখে সাতক্ষীরাতে বই উৎসব পালন

ক্রাইমবার্তা রিপোর্ট:সাতক্ষীরা সংবাদদাতাঃ সাতক্ষীরাতে ৫৪ লক্ষ ৭২ হাজার ৭৪৩ টি বইয়ের চাহিদার বিপরীতে ৩১ লক্ষ ৬৫ হাজার ৮৪৯টি বই বিতরণ করা হয়েছে। ফলে সকল শিক্ষাথীদের হাতে সব নতুন বই তুলে দেয়া সম্ভব হয়নি। সূত্র জানায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাধ্যমীকে ৩১ লক্ষ ৬৩ হাজার ৯৯০ টি বইয়ের চাহিদা পাঠানো হয় শিক্ষা অফিসে। এর বিপরীতে জেলা বই সরবরাহ করা হয়েছে ২৩ লক্ষ ৮ হাজার ৭৫৩টি। অন্যদিকে প্রাথমিকে চাহিদা পাঠানো হয় ২১ লক্ষ ৪২ হাজার ২২৮টি বইয়ের। এর বিপরীতে জেলাতে প্রাথমিকের বই সরবরাহ করা হয়েছে ১০ লক্ষ ২৩ হাজার ৬২১টি। ফলে জেলাতে চাহিদার তুলনায় ঘাটতি রয়েছে ২৩ লক্ষ ১৬ হাজার ৮৯৪টি বইয়ের। অনেক বই এখনো সাতক্ষীরা জেলাতে পৌছায়নি। মাদ্রাসা গুলোতে,কুরআন,ফিকাহ সহ কয়েকটি বই এখনো সরবরাহ করা হয়নি। এর পর ও জেলাতে ব্যাপক ঢাক ঢোল পিটিয়ে বই উৎসব পালন করা হল। বই উৎসব এক পর্যায়ে রাজ নৈতিক উৎসবে পরিণত হয়। জেলা শিক্ষা অফিস সূত্র জানায় কিছু বই এখনো তাদের হাতে এসে পৌছায়নি। আসা মাত্রই শিক্ষা প্রতিষ্ঠানে তা সরবরাহ করা হবে।
আর যে সব বই ঘাটতি আছে তার বেশির ভাগ অংশ পুরনো বই দিয়ে ঘাটতি মেটানো হবে।১জানুয়ারী,২০১৮সোমবার:ক্রাইমর্বাতা.কম/প্রতিনিধি/আসাবি

Check Also

ট্রাইব্যুনালে আ.লীগ নেতাদের বিচার দেখতে এসে যা বললেন সাঈদী পুত্র

জুলাই-আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া সাবেক ৯ মন্ত্রীসহ ১৩ জনকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।