সাতক্ষীরা জেলা শিবিরের সেক্রেটারী আব্দুল গফুরসহ ৭ শিবির নেতা আটক: ৩৬ ঘণ্টা পরও আদালতে না তোলায় পরিবারের উদ্বীগ্ন

সাতক্ষীরা সংবাদদাতাঃ আটকের ৩৬ ঘণ্টা পর ও সাতক্ষীরা জেলা শিবিরের সেক্রেটারী সহ আট ৭ শিবির নেতাকে আদালতে না তুলায় পরিবার রয়েছে চরম উদ্বীগ্নে। পরিবারের অভীযোগ পুলিশ ৩৬ ঘণ্টা ৭ শিবির নেতাকে আটকে রেখেছে। আটক কৃতদের সাথে পরিবারের সদস্যরা যোগাযোগ করতে না পারায় তারা দুচিন্তায় রয়েছে। পরিবারের পক্ষ থেকে দাবী করা হয় ছাত্রশিবিরে সাতক্ষীরা জেলা শাখার সেক্রেটারী আব্দুল গফুরসহ সাত জনকে মঙ্গলবার সকালে তালা চরগ্রামের ব্রীজ এলাকার একটি মসজিদ থেকে পুলিশ আটক করে নিয়ে যায়। আটককৃতরা হলেন তালা উপজেলার মঙ্গলানন্দ কাটী গ্রামের আব্দুল হকের পুত্র জেলা শিবিরের সেক্রেটারী, আব্দুল গফুর(২৫) শ্রীমন্দকাটি গ্রামের আব্দুর রাজ্জাকের দুই পুত্র শিমুল মোড়ল ও সুজন মোড়ল, শুভংকর কাটী গ্রামের আব্দু রহিম শেখের পুত্র মহসিন শেখ ,দহর গ্রামের মোসলেম সরদারের পুত্র , ইনামুল সরদার, শাহাজাদ পুর গ্রামের শাহাজান খার পুত্র , হাবিবুর রহমান খা ও নলতা গ্রামের আসাদুজ্জামান শেখের ছেলে আনোয়ার হোসেন সাগার । তবে আটকের বিষয়টি তালা থানা পুলিশ অস্বীকার করেছে। তালা থানা ওসি জানিয়েছে আটকের এ ধরণের কোন খবর তাদের কাছে নেই।
এলাকা বাসি,জানা যায় মঙ্গলবার সকালে শিবিরের কয়েকজন কর্মী ব্রীজ সংলগ্ন একটি মসজিদে বসে ছিল। এসময় কয়েক জন পুলিশ এসে তাদেরকে মারপিট করে। এসময় তাদের ব্যবহৃত একটি মটর সাইকেল পুলিশ নিয়ে যায়। আটক কৃত পরিবারের সদস্যরা থানাতে যোগাযোগ করলে পুলিশ আটকের বিষয়টি অস্বীকার করে।এ বিষয়ে তালা থানা পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক ভাবে কোন বক্তব্য পাওয়া যায়নি।

Check Also

সাতক্ষীরায় ৪ গ্যালন ফরমালিন পরিত্যক্ত অবস্থায় উদ্ধার

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা থানা পুলিশ অভিযান চালিয়ে ৪ গ্যালন ফরমালিন পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে। তবে এসময় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।