পাটকেলঘাটায় ৯ ব্যক্তি গ্রেফতার: জিহাদী বইসহ শিবির ক্যাডার গ্রেফতারের দাবী পুলিশের

ক্রাইমবার্তা রিপোর্ট:পাটকেলঘাটা প্রতিনিধি: সাতক্ষীরার পাটকেলঘাটার কুমিরার বিভিন্ন স্থানে অভিজান চালিয়ে পুলিশ ৯ জনকে আটক করেছে। বৃহস্পতিবারে রাতে তাদেরকে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন,কুমিরা ইউনিয়নের রাঢ়ীপাড়া গ্রামের বাদাম তলার সালাম সরদারের ছেলে জসিম উদ্দীন(৩০,আপান সরদারের ছেলে শাহীন(৩১) মুনছুর সরদারের ছেলে শফিকুল(৩০) ওজিয়রের ছেলে রেজওয়ান (১৮) লোকমান সরদারের ছেলে আমিনুর (৩২) জামের আলীর ছেলে আজিজুল ওরপে আজিজ (২৮) লিয়াকতের ছেলে ইয়াছিন (৩৩) ও সালাম সরদারের ছেলে মফিদুল সরদার (৩৪) ও সাজ্জাত সরদারের ছেলে মিজান (৩২) ।
পুলিশের দাবী গভীর রাতে পলট্রি খামারে গোপন বৈঠক চলাকালে পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমান জিহাদি বই সহ ৯শিবির ক্যাডারকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানায় বৃহস্পতিবার রাত ১০টার দিকে থানার রাঢ়ীপাড়া গ্রামের বাদাম তলার সালাম সরদারের ছেলে শিবির ক্যাডার জসিম উদ্দীন(৩০) বাড়িরপাশে পোলট্রি মুরগির খামারে ২০-২৫ জন শিবির ক্যাডারদের নিয়ে সরকার বিরোধি ষড়যন্ত্রের মিটিং করছিল। এখবর পেয়ে পাটকেলঘাটা থানা পুলিশ অভিজান চালিয়ে একিগ্রামের আপান সরদারের ছেলে শাহীন(৩১) মুনছুর সরদারের ছেলে শফিকুল(৩০) ওজিয়রের ছেলে রেজওয়ান (১৮) লোকমান সরদারের
ছেলে আমিনুর (৩২) জামেরআলীর ছেলে আজিজুল ওরপে আজিজ (২৮) লিয়াকতের ছেলে ইয়াছিন (৩৩) ও সালাম সরদারের ছেলে মফিদুল সরদার (৩৪) সাজ্জাত সরদারের ছেলে মিজান (৩২) কে বিপুল পরিমান জিহাদি বই ও সাংগঠনিক ডাইরী সহ গ্রেপ্তার করে।
প্রতিবেশী আবুল কালাম,সাজ্জাদ সরদার, ও মানিক সরদার সহ একাধিক ব্যাক্তির অভিযোগ গ্রেপ্তার কৃত শিবির ক্যাডার মফিদুল ওরপে জসিম সাংবাদিকতার আড়ালে দীর্ঘ দিন ধরে এলাকার শিবির ক্যাডারদের একত্রিত করে নিয়মিত বৈঠক ও সরকার বিরোধী নানাবিধ । নাশকতা মুলক কর্ম কান্ড চালিয়ে আসছিলএব্যাপারে পাটকেলঘাটা থানা অফিসার ইনচার্জ মোল্যা জাকির হোসেন জানান গোপন বৈঠক করার সময় ৯ শিবির ক্যাডার গ্রেপ্তার করে থানায় নিয়ে নাম ঠিকানা যাচাই বাছাই শেষে ২ জনকে ছেড়ে ৭ জনকে জেলহাজতে পাঠানো হয়েছে।

০৫জানুয়ারী,২০১৮শুক্রুবার::ক্রাইমর্বাতা.কম/প্রতিনিধি/আসাবি

Check Also

তালায় ইউপি পরিষদ কক্ষে দুই সাংবাদিকের উপর হামলা, প্রতিবাদে মানববন্ধন

তালা প্রতিনিধি তালার ইসলামকাটি ইউনিয়ন পরিষদে সাংবাদিক আক্তারুল ইসলাম ও আতাউর রহমানের ওপর সন্ত্রাসী রমজান আলী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।