সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার : সাতক্ষীরা জেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব মুনসুর আহমেদ বলেছেন ছাত্রলীগ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন, সুতরাং এ সংগঠনের সকল নেতৃবৃন্দর মধ্যে মুজিবী আদর্শ থাকতে হবে। এ দেশে সকল আন্দোলন সংগ্রামে ছাত্রলীগের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। আন্দোলনের মধ্যে ছাত্রলীগের হয়েছে। ছাত্রলীগের ইতিহাস বাঙ্গালীর ইতিহাস। এ সংগঠনে মাদকসেবী, জঙ্গী টেন্ডার বাজদের কোন পদে স্থান দেওয়া হবে না। কারন আ’লীগের মূল সংগঠন ছাত্রলীগ, যাচাই বাছাই করে নতুন কমিটি গঠন করা হবে। জামাত শিবির কোন ভাবে যেন নাম লেখাতে না পারে। এদেশে জঙ্গীবাদের কোন স্থান নেই। গতকাল দুপুরে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে জেলা ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন, সভায় জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল ইসলাম রেজার সভাপতিত্বে উদ্বোধনী বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংরক্ষিত সংসদ সদস্য রিফাত আমিন, প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন জেলা আ’লীগের সাধারন সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, যুগ্ম সাধারন সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, শেখ সাহিদ উদ্দীন, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু, কলারোয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহমেদ স্বপন, মহিলা আ’লীগের সাধারন সম্পাদিকা কাউন্সিলর জোৎনা আরা, বিশেষ বক্তা তালা উপজেলা আ’লীগ সভাপতি নূরুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ মারুফ হাসান মিঠু, সাবেক ছাত্র নেতা কাজী আক্তার হোসেন, শেখ আসদুজ্জামান লিটু, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক আসিব শাহাবাজ, সহ ছাত্রলীগের বিভিন্ন উপজেলা নেতৃবৃন্দ ও আ’লীগের সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে নেতৃবৃন্দ কেক কেটে ছাত্রলীগের ৭০তম প্রতিষ্টা বার্ষিক উদযাপন করে। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারন সম্পাদক সৈয়দ সাদেকুর রহমান, উল্লেখ্য সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Check Also

তালায় ইউপি পরিষদ কক্ষে দুই সাংবাদিকের উপর হামলা, প্রতিবাদে মানববন্ধন

তালা প্রতিনিধি তালার ইসলামকাটি ইউনিয়ন পরিষদে সাংবাদিক আক্তারুল ইসলাম ও আতাউর রহমানের ওপর সন্ত্রাসী রমজান আলী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।