সাতক্ষীরার ভোমরায় ৬টি সোনার বারসহ পাসপোর্ট যাত্রী আটক

ক্রাইমবার্তা রিপোর্ট:  সাতক্ষীরা সংবাদদাতাঃ  বিশেষ কায়দায় স্যান্ডেলের মধ্যে রেখে ভারতে পাচারকালে সাতক্ষীরার ভোমরা ন্থল বন্দরে এক পাসপোর্ট যাত্রীকে আটক করেছে কাস্টমস বিভাগ। তার কাছ থেকে জব্দ করা হয়েছে ৬০০ গ্রাম ওজনের ছয়টি সোনার বার।

সাতক্ষীরা কাস্টমসের সহকারি রাজস্ব অফিসার বিকাশ বড়–য়া জানান শনিবার সকালে ফারুক হোসেন নামের এক পাসপোর্ট যাত্রী ভারতে যাবার লক্ষ্যে ভোমরা কাস্টমসে আসেন। তার আচরনে সন্দেহ হলে তাকে চ্যালেঞ্জ করা হয়। এ সময় তিনি তার কাছে ছয়টি সোনার বার তার স্যান্ডেলের মধ্যে বিশেষ কায়দায় সেট করা রয়েছে বলে স্বীকার করেন। পরে তা উদ্ধার করা হয় ।

বিকাশ বড়ুয়া জানান আটক পাসপোর্ট যাত্রী ফারুক হোসেন মাদারীপুর জেলার শিবচরের কান্দিরপাড় গ্রামের মজিবর রহমান হাওলাদারের ছেলে। তার পাসপোর্ট নম্বর অঋ ০৮৩৪৮৭৯

তিনি জানান ফারুক হোসেনকে পুলিশে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে সাতক্ষীরা সদর থানায়।

উল্লেখ্য গত ১ জানুয়ারি ১৫ টি সোনার বার স্যান্ডেলের মধ্যে একই কায়দায় সেট করে ভারতে পাচারকালে ভোমরা বন্দরে দুই পাসপোর্ট যাত্রীকে আটক করা হয়।।

০৬জানুয়ারী,২০১৮শনিবার::ক্রাইমর্বাতা.কম/প্রতিনিধি/আসাবি

Check Also

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করেননি সমাজী

জুলাই-আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার সাবেক ৯ মন্ত্রীসহ ১৩ জনকে আন্তর্জাতিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।