আইজিপি পদক পাচ্ছেন ঝালকাঠির পুলিশ সুপার মো:জোবায়েদুর রহমান

ক্রাইমবার্তা রিপোর্ট:ঝালকাঠি প্রতিনিধি:: আইজিপি পদক পাচ্ছেন ঝালকাঠির পুলিশ সুপার মো:জোবায়েদুর রহমান। জেলা পুলিশের সুত্রে জানাযায়, উত্তম ও প্রশংসামুলক কাজের স্বীকৃতি স্বরুপ এ বছর পুলিশ সপ্তাহ ২০১৮ উপলক্ষে আইজিপি পদক পেতে মনোনিত হয়েছেন পুলিশ সুপার মো:জোবায়েদুর রহমান । আগামী ১০ জানুয়ারী ২০১৮ শীল্ড প্যারেড বিতারন অনুষ্ঠানে রাজারবাগ প্যারেড গ্রউন্ডে তিনি “ ওএচ,ঝ ঊীবসঢ়ষধৎু এড়ড়ফ ংবৎারপবং ইধফমব ” বাংলাদেশ পুেিশর আইজিপি একেএম শহিদুল হক ( পিপিএম,বিপিএম) এর নিকট থেকে আইজিপি পদক গ্রহন করবেন। উল্লেখ্য ঝালকাঠির পুলিশ সুপার মো:জোবায়েদুর রহমান ঝালকাঠি জেলায় যোগদান করার পর থেকেই মাদক ও অপরাধ দমন সহ আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছেন।

০৬জানুয়ারী,২০১৮শনিবার::ক্রাইমর্বাতা.কম/প্রতিনিধি/আসাবি

 

Check Also

কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ দেবে জনপ্রশাসন সংস্কার কমিশন

কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ করতে যাচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সচিবালয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।