গোদাগাড়ীতে ফেনসিডিলসহ দুই যুবক আটক

শামসুজ্জোহা বাবু,গোদাগাড়ী প্রতিনিধি : রাজশাহীর গোদাগাড়ীতে অপস্ এন্ড ইন্টিলিজেন্স সেল -৪ এপিবিএন বগুড়া জোনের এসআই আতাউর রহমানের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে ৫০ বোতল ফেনসিডিলসহ দুজনকে আটক করেছে। শনিবার সকাল ৯ টার সময় উপজেলার কাশিমপুর এলাকায় অলকাতলা উচ্চ বিদ্যালয়ের সামনে রাজশাহী চাঁপাই নবাবগঞ্জ মহাসড়কে  অটো রিক্সাযোগে যাওয়ার সময় ফেনসিডিলসহ সাজাহান আলী(২২) ও দুলাল হোসেন(২৭) কে আটক করা হয়।
আটককৃতরা হলেন  চাঁপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার দাদনচক ভূতপাড়া  গ্রামের মৃত আমিরের ছেলে  সাজাহান ও একই উপজেলার দাদনচক ছাড়কাটলা গ্রামের নুরুল ইসলামের ছেলে দুলাল ।
গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হিপজুর আলম মুন্সি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে একটি অটো রিক্সা থামালে অটো ফেলে দৌড়ে পালানোর সময় দুজনকে আটক করা হয়। তবে আর একজন পালিয়ে যায়। পরে অটো তল্লাশী চালিয়ে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার  করা হয়। এদের  মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে ।

০৬জানুয়ারী,২০১৮শনিবার::ক্রাইমর্বাতা.কম/প্রতিনিধি/আসাবি

Check Also

কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ দেবে জনপ্রশাসন সংস্কার কমিশন

কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ করতে যাচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সচিবালয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।