মাওলানা ইমান আলীর বড় ভাই দ্বীন আলীর ইন্তেকাল

বিশিষ্ট শিনুরাগী কলারোয়া সোনারবাংলা কলেজের প্রতিষ্ঠতা আলহাজ্ব ইমান আলীর বড় ভাই বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব দ্বীন আলী শেখ ইন্তেকাল করেছেন।( ইন্না লিল্লাহী—-) মৃত্যু কালে মরহুমের বয়স হয়ে ছিল ৮৩ বছর। আজ ভোর রাত সাড়ে তিনটার দিকে বাধক্যজনিত কারণে তিনি মারা যান। তিনি সোনাবাড়িয়া গ্রামের মরহুম জয়নাল আবেদিনের ছেলে ছিলেন।
তিন বছর ধরে তিনি অসুস্থ ছিলেন। মৃত্যু কালে তিনি ৮ ছেলে,৯ মেয়ে সহ অসংখ্য গুণগাহী রেখে গেছেন।মরহুমের জানাজা আজ বিকাল ৪ টার দিকে সোনাবাড়িয়া কলেজ মাঠে অনুষ্ঠিত হবে। নামাজে ইমামতি করবেন মরহুমের ছেলে মাওলানা ফারুক হোসেন। এর পর সোনাবাড়িয়া জামে মসজিদের পাশে পারিবারিক করব স্থানে মরহুমের দাফন করা হবে বলে পরিবার সুত্র জানায়। মরহুমের মৃত্যুতে এলাকাতে শোকের ছায়া নেমে এসেছে।

০৮জানুয়ারী,২০১৮সোমবার::আলোর পরশ.কম/প্রতনিধি/আসাবি

Check Also

সাতক্ষীরায় গলায় গামছা পিছিয়ে পুলিশ সদস্যের আত্মহত্যা

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় গলায় গামছা পিছিয়ে পুলিশ সদস্য আত্মহত্যা করেছে। রোববার (১৬ ফেব্রুয়ারি) ভোর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।