হাফিজুর রহমান শিমুল কালিগঞ্জ(সাতক্ষীরা) থেকে।
কালিগঞ্জের ঘুশুড়ি কাজী আলাউদ্দীন মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র ২০১৮ সালের এসএসসি পরীক্ষার্থী মাহমুদুল হাসান বাবু আর নেই। সে বাবার উপরে অভিমান করে বিষ পান করে আত্নহত্যা করেছে। পারিবারিক সুত্রে জানা জায়, সে রবিবার সকালে তার বাবা আরশাদ আলী সরদারের সাথে ( সন্ধেহ বশতঃ ছেলে কোন নেশা জাতীয় দ্রব্য খায় কিনা এ নিয়ে) সামান্য কথা কাটাকাটি হয়। আর এটাকেই পুঁজি করেই বাবার উপর রাগ করে বাড়িতে রাখা কিটনাশক পান করে। সকালে বাড়ির উঠানে চেয়ারে বসে সে বিষক্রীয়ায় বমি করতে থাকে। একপর্যায়ে তাকে নিয়ে তৎক্ষনাৎ চিকিৎসার জন্য রওনা হলে পথিমধ্যে তারালী বাজার এলাকায় পৌছালে বাবু মৃত্যুর কোলে ঢলে পড়ে। বাবুর অপমৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাকে এক পলক দেখার জন্য তার সহপাটিসহ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ভিড় জমায়। মৃত্যুর পূর্বে বাবু চিঠিতে লিখে গেছে যে, “আমি কোন নেশা করিনা। আমার মুখ আর কাউকে দেখাবোনা। আমি আমার মায়ের কাছে চলে যাচ্ছি।” উল্লেখ্য যে, বাবুর মা প্রায় ৫ বছর আগে মৃত্যু বরণ করেন। আত্মহত্যার ঘটনায় কালিগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।