ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অধ্যয়নরত সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির (ডুসাস) নতুন কমিটি গঠিত হয়েছে।
গতকাল বিকেলে আগামী এক বছরের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়। এতে শুধু সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়।
সমিতির উপদেষ্টা ও ছাত্রলীগের সহসভাপতি গোলম রসুল বিপ্লব ও যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল আমিন লিখিতভাবে এই অনুমোদন দেন।
কমিটির সভাপতি হিসেবে দর্শন বিভাগের শিক্ষার্থী সৈয়দ শরিফুল আলম শপু ও সাধারণ সম্পাদক হিসেবে ইতিহাস বিভাগের শিক্ষার্থী ইকরামুজ্জামানকে দায়িত্ব দেওয়া হয়। তাঁরা জানান, আলোচনার মাধ্যমে যাঁরা সক্রিয় তাঁদের নিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।
নবনির্বাচিত সভাপতি সৈয়দ শরিফুল আলম শপু বলেন, আমাদের সাতক্ষীরার অনেক শিক্ষার্থী এই বিশ্ববিদ্যালয়ে পড়ছে। কিন্তু অনেকেই অনেককে চিনে না, জানে না। আমরা সবাইকে একত্রিত করে এই সমস্যা দূর করতে চাই।
Check Also
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কম্বল বিতরণ
গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের উদ্যোগে অসহায় ও দুস্থ শীতার্ত মানুষের মধ্যে কর্কশিট ও ২০০ …