আশুলিয়ায় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

ক্রাইমবার্তা রিপোর্ট:আশুলিয়াতে যাত্রীবাহী বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। নিহতরা হলেন আশুলিয়ার ফিরোজা গার্মেন্টেস লিমিটেডের পিয়ন রুবেল গাজী (২৯) ও বগুড়া সোনাতলা এলাকার হাসান আলী।

মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে বাইপাইল-আবদুল্লাহপুর মহাসড়কে নরসিংহপুরে এ দুর্ঘটনা ঘটে। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি বলেন, রাতে বন্ধু হাসানের মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন রুবেল গাজী। মোটরসাইকেলটি নরসিংহপুর এলাকায় পৌঁছালে ঢাকা থেকে আসা দ্রুতগতির একটি বাস তাদের চাপা দিয়ে পালিয়ে যায়।

তিনি আরও বলেন, এ সময় পথচারীরা উদ্ধার করে তাদের স্থানীয় নারী ও শিশু কেন্দ্রে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আহত দু্জনকে মৃত ঘোষণা করেন। ঘাতক বাস ও চালককে এখনও আটক করা যায়নি।

০৯জানুয়ারী,২০১৮মঙ্গলবার:::ক্রাইমর্বাতা.কম/প্রতিনিধি/আসাবি

Check Also

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কম্বল বিতরণ

গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের উদ্যোগে অসহায় ও দুস্থ শীতার্ত মানুষের মধ্যে কর্কশিট ও ২০০ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।