ফিরোজ হোসেন : সাতক্ষীরায় ইয়ং টাইগার্স অ-১৪ বিভাগীয় ক্রিকেট প্রতিযোগিতা-২০১৭-১৮ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থা সার্বিক ব্যবস্থাপনায় জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ.কে.এম আনিছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফাইনাল খেলার পুরস্কার বিতরণ করেন জেলা ক্রীড়া সংস্থার’ সভাপতি জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন। ইয়ং টাইগার্স অ-১৪ বিভাগীয় ক্রিকেট প্রতিযোগিতা-২০১৭-১৮ এর ফাইনাল খেলায় মুখো-মুখি হয় সাতক্ষীরা জেলা দল বনাম খুলনা জেলা দল। খেলায় খুলনা জেলা দল টসে জিতে ব্যাটিং এর সিদ্ধার্ন্ত নেয়। খুলনা জেলা দল ব্যাট করতে নেমে ১০ উইকেট হারিয়ে ৬৩ রান সংগ্রহ করে। জবাবে সাতক্ষীরা জেলা দল ১৮ ওভার ৩ বল খেলে ৩ উইকেটের বিনিময়ে সহজে জয়ের লক্ষ্যে পৌছে যায় এবং অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ফলে সাতক্ষীরা জেলা দল ৭ উইকেটে জয়লাভ করে। খেলা শেষে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে ট্রপি তুলে দেন। ফাইনাল খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন সাতক্ষীরা জেলা দলের ক্যাপ্টেন আতিকুর রহমান আশিক। সে ১০ ওভারে ২ মেডিন, ১৫ রান দিয়ে ৪ উইকেট দখল করে। ইয়ং টাইগার্স অ-১৪ বিভাগীয় ক্রিকেট প্রতিযোগিতা-২০১৭-১৮ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাবিবুর রহমান হবি, বিসিবির খুলনা বিভাগীয় কোচ কাজী এমদাদুল বাসার রিপন, বাংলাদেশ আম্পায়ারস্ এন্ড স্কোরাস এসোসিয়েশনের খুলনা বিভাগীয় সাধারণ সম্পাদক মমতাজ আহম্মেদ তুহিন, জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ শাহ আলম শানু, সদস্য সৈয়দ জয়নুল আবেদীন জসি, কাজী কামরুজ্জামান, ইদ্রিস বাবু, মীর তাজুল ইসলাম রিপন, ইকবাল কবির খান বাপ্পি, মীর্জা কাকন, খন্দকার আরিফ হাসান প্রিন্স, বিসিবির কোচ মোফাচ্ছিনুল ইসলাম তপু প্রমুখ। এসময় ক্রীড়ামোদি দর্শক ও উভয় দলের কোচ এবং সমর্থকরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ আম্পায়ারস্ এন্ড স্কোরাস এসোসিয়েশনের খুলনা বিভাগীয় সভাপতি আ.ম আক্তারুজ্জামান মুকুল।
Check Also
আশাশুনি উপজেলা জামায়াতের পূর্ণাঙ্গ কমিটি গঠন
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।। বাংলাদেশ জামায়াতে ইসলামী আশাশুনি উপজেলা শাখার ২০২৫-২০২৬ সেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন ও …