মোঃ আকবর হোসেন,তালাঃ তালা উপজেলার ১২৩ টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে জে এস সি পরীক্ষায় অভাবনীয় সাফল্য অর্জন করেছে তালা শহীদ আলী আহম্মদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় । ৩ বৎসরের পিএসসি পরীক্ষায় ১০০% পাশ করেছে ।
সফলতার শীর্ষে এই স্কুলটি গত ২০১৫ সালে ৯২ জন পরীক্ষার্থি অংশগ্রহন করে। পাশের সংখ্যা ১০০% । এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩৮ জন এ পয়েছে ৩৪ জন এ- ১৩ জন এবং ৩ পয়েন্টে ০৩ জন । ২০১৬ সালে ৯১ জন পরীক্ষর্থির মধ্যে সবাই পাশ করেছে । জিপিএ-৫ পেয়েছে ৩৬ জন ।এ ৫০জন এ-৪ জন এবং ৩পয়েন্ট ০১ জন । ২০১৮ সালে মোট পরীক্ষার্থি ৭০ জন সবাই পাশ করেছে । জিপিএ ৫ পেয়েছে ২৭ জন এ ২৫জন এ-১১ জন এবং ৩ পয়েছে ৭ জন ।
খুলনা বিভাগের অন্যতম সেরা স্কুল হিসেবে এর নাম থাকলেও শিক্ষক সংকট চরমে । মোট স্কুলে শিক্ষক ১৭ থাকার কথা থাকলেও আছে মাত্র ৯ জন । প্রধান শিক্ষক শুন্য এই বিদ্যালয়ে সমাজ বিজ্ঞান বিভাগে শিক্ষক নাই ৩জন,ভৌত বিজ্ঞান-১ জন, জীব বিজ্ঞান-১জন ।
এ বিষয়ে উক্ত স্কুলের প্রধান শিক্ষক মাহফুজা বেগম জানান,উক্ত স্কুলে শিক্ষক সংকট অনেক দিনের সংশ্লিষ্ট দপ্তরে বহুচিঠি লেখা হয়েছে তবুও কোন কাজ হচ্ছে না । স্কুলে শিক্ষক সংকটের কারনে শিক্ষার্থিদের শিক্ষা গ্রহনে যেমন অসুবিধা হচ্ছে, তেমনি শিক্ষকদের উপর বেশী চাপ পড়ছে । ছাত্রীদের ইংরেজী ক্লাসের শিক্ষক না থাকার ফলে,বাংলা শিক্ষক দ্বারা উক্ত ক্লাস নেয়া হচ্ছে । সেক্ষেত্রে শিক্ষার্থিদের লেখাপড়া দারুনভাবে ব্যাহত হচ্ছে । অনতিবিলম্বে স্কুলে শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য তিনি সংশ্লিষ্ট দপ্তরের প্রতি অনুরোধ জানান । একই বিষয়ে জোর দাবী জানান উক্ত স্কুলের শিক্ষক মোঃ জামাল উদ্দিনসহ সকল শিক্ষক ও ছাত্রীবৃন্দ ।
এ বিষয়ে তালা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আতিয়ার রহমান জানান, তালা শহীদ আলী আহম্মেদ উচ্চ বালিকা বিদ্যালয় খুলনা বিভাগের অন্যতম সেরা বিদ্যালয় । এখানে শিক্ষক মন্ডলী অত্যান্ত নিবিড়ভাবে শিক্ষার্থিদের লেখাপড়া শেখান । ফলে অন্যান্য স্কুলের চেয়ে প্রতিবছর রেজাল্ট অত্যান্ত ভাল । তবে শিক্ষক সংকটের কারনে অনেক সময় শিক্ষার্থিদের লেখাপড়া ব্যহত হচ্ছে । শিক্ষকদের ব্যাপারে কতৃপক্ষ বরাবর চিঠি লেখা হয়েছে । ০৯জানুয়ারী,২০১৮মঙ্গলবার:::ক্রাইমর্বাতা.কম/প্রতিনিধি/আসাবি
Check Also
সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। …