বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যবর্তন দিবস পালন উপলক্ষে জেলা আওয়ামীলীগের আলোচনা সভা

শেখ কামরুল ইসলাম : ১০ জানুয়ারী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যবর্তন দিবস পালন উপলক্ষে জেলা আওয়ামীলীগের উদ্যোগে সদর ও পৌর আওয়ামীলীগের সহযোগিতায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৪টায় পরিবহন কাউন্টার এলাকায় এ আলোচনা সভায়। জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এস এম ডাঃ মোখলেছুর রহমানের সভাপতিত্বে প্রধান হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব মো. নজরুল ইসলাম। প্রধান অতিথি বলেন, হাজার বছরের বাঙালী জাতির শ্রেষ্ঠ নায়ক বাংলার রাখাল রাজা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম না হলে এ বাংলাদেশ নামক দেশ সৃষ্টি হত না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি অসম্প্রদায়িক চেতনায় দেশ গড়ার স্বপ্ন নিয়ে সেদিন বাঙালী জাতিকে মুক্ত করেছিল। বঙ্গবন্ধু কারণে আমরা পেয়েছি একটি স্বাধীন পতাকা খোচিত মানচিত্র। তিনি আরোও বলেণ, ১০ জানুয়ারী স্বদেশ প্রত্যবর্তনের মাধ্যমে বাঙালী জাতির ভাগ্যের উন্নয়ন ঘটেছিল। বাংলা মানুষ সেদিন ফিরে পেয়েছিল তাদের প্রিয় নেতা কে। বঙ্গবন্ধু আদর্শের সৈনিকদের বাংলাদেশ আওয়ামীলীগকে শক্তিশালী করতে প্রতিটি নেতাকর্মীকে রাজপথে পরিক্ষিত সৈনিকের ভূমিকা রাখতে হবে।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু আহমেদ, শেখ সাহিদ উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মো. আসাদুজ্জামান বাবু, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. শহীদুুল ইসলাম, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম শওকত হোসেন, সাধারণ সম্পাদক শাহাজান আলী, সাংগঠনিক সম্পাদক গণেষ চন্দ্র মন্ডল, পৌর আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ, সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, জেলা যুবলীগের আহবায়ক আব্দুল মান্নান। এছাড়া উপস্থিত ছিলেন, পৌর আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক রাশেদুজ্জামান রাশি, জেলা যুব মহিলা লীগের সাধারণ সভাপতি ফারহা দিবা খান সাথী, সাধাণরণ সম্পাদিকা সাবিহা আক্তার, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব লায়লা পারভীন সেঁজুতি, ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ আব্দুস সেলিম, ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, পৌর কাউন্সিলর অনিমা রানী মন্ডল, পৌর যুবলীগের সভাপতি মনোয়ার হোসেন অনু, সাধারণ সম্পাদক তুহিনুর রহমান তুহিন, আব্দুর সবুর খান। সমগ্র ।অনুষ্ঠান পরিচালনা করেন পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন। আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।০৯জানুয়ারী,২০১৮মঙ্গলবার:::ক্রাইমর্বাতা.কম/প্রতিনিধি/আসাবি

Check Also

সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।