ক্রাইমবার্তা রিপোর্ট:সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সুখপাড়াচর এলাকায় র্যাব ৮-এর সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে বনদস্যু সুমন বাহিনীর তিন সদস্য নিহত হয়েছেন।বৃহস্পতিবার সকাল ৮টা ৪০ থেকে ৯টা ২০ মিনিট পর্যন্ত ৪০ মিনিটব্যাপী এ বন্দুকযুদ্ধ চলে।অভিযানে থাকা র্যাব ৮-এর অপারেশন অফিসার সোহেল রানা প্রিন্স হতাহতের তথ্য নিশ্চিত করেছেন।বন্দুকযুদ্ধে নিহতরা হলেন মো. জাকারিয়া সরদার (৩০), মো. জুলফিকার শেখ (৩৫) ও মো. খোকন মিনা(৪৩)র্যাব কর্মকর্তাসোহেল রানা জানান, বন্দুকযুদ্ধের পর বনদস্যুদের ব্যবহৃত বিপুল পরিমাণ গোলাবারুদ ও অস্ত্র উদ্ধার করা হয়। এর মধ্যে ছিল দুইটি সিঙ্গেল ব্যারেল বন্দুক, একটি কাটা রাইফেল, একটি পাইপ গান, চারটি ধারালো অস্ত্র, ৩৯ রাউন্ড গুলি।লাশ উদ্ধার করে শরণখোলা থানায় হস্তান্তর করা হবে বলে জানান তিনি।
১১জানুয়ারী,২০১৮বৃহস্পতিবার::ক্রাইমর্বাতা.কম/প্রতিনিধি/আসাবি