ক্রাইমবার্তা রিপোর্ট:সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ অভিযানে ০৭ জন জামায়াত কর্মীসহ সর্বমোট ৩৩ জন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। বৃহঃবার সন্ধা থেকে শুক্রবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতদের মধ্যে, সাতক্ষীরা সদর থানা থেকে ৪ জন, কলারোয়া থানা ৪ জন, তালা থানা ৩ জন, কালিগঞ্জ থানা ৩ জন, শ্যামনগর থানা ৬ জন, আশাশুনি থানা ৫ জন, দেবহাটা থানা ৩ জন ও পাটকেলঘাটা থানা থেকে ৫ জনকে আটক করা হয়।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান তাদের আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।১২জানুয়ারী,২০১৮শৃক্রবার::ক্রাইমর্বাতা.কম/প্রতিনিধি/আসাবি
