অভয়নগর প্রতিনিধি : যশোরের অভয়নগর ও দক্ষিণ নড়াইলের সীমান্তবর্তী ভৈরত উত্তর জনপদের সংবাদ কর্মীদের সংগঠন ‘ভৈরব-চিত্রা রিপোর্টার্স ইউনিটি’র ২০১৮ সেশনের কার্যনির্বাহী কমিটি গতকাল শুক্রবার বিকেলে সর্বসম্মতিক্রমে গঠিত হয়েছে। রিপোর্টার্স ইউনিটির নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সাংবাদিক আমিনুর রহমান। যুগ্ম সম্পাদক প্রভাষক বি এইচ মাহিনীর সঞ্চালনে উক্ত সভায় ২০১৮ সেশনের নতুন কমিটি গঠিত হয়। কমিটিতে সভাপতি হিসেবে সাংবাদিক আমিনুর রহমান, সি. সহ-সভাপতি নাট্যকার নাট্যশিল্পী ভৈরব সংস্কৃতি কেন্দ্রের সভাপতি হাফিজ আকুঞ্জী, সহ-সভাপতি সাংবাদিক উৎপল ঘোষ, সাধারণ সম্পদক দৈনিক নওয়াপাড়ার সিনিয়র স্টাফ রিপোর্টার ও ভৈরব উত্তর অফিসের চিফ রিপোর্টার মেহেদী হাসান ইরান, যুগ্ম সম্পাদক আঞ্চলিক গণগ্রন্থাগার ও সংস্কৃতি কেন্দ্রের প্রতিষ্ঠাতা প্রভাষক বি.এইচ.মাহিনী, সহ-সম্পাদক মানবাধিকর কর্মী মাস্টার বাবলুর রহমান, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক রমেশ সরকার, কোষাধ্যক্ষ এবিসি এডু. সেন্টারের পরিচালক আহমেদ মাসুম, দপ্তর সম্পাদক সাংবাদিক শেখ মিল্টন হোসেন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সাংবাদিক কবিরুল ইসলাম, সাহিত্য সম্পাদক ভৈরব সংস্কৃতি কেন্দ্রের অধ্যক্ষ সব্যসাচী বিশ্বাস, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাংবাদিক ইমাদুল শেখ, প্রচার সম্পাদক সাংবাদিক শিশির বিশ্বাস, কানিস সদস্য সাংবাদিক ওসমান গনি, সাংবাদিক আব্দুর রাজ্জাক নির্বাচিত হন। এছাড়ও উপদেষ্টা হিসেবে সিনিয়র সাংবাদিক গাজী রেজাউল করিম ও সাংবাদিক নুরুল ইসলাম লিটনকে মনোনীত করা হয়। ১৩জানুয়ারী,২০১৮শনিবার::ক্রাইমর্বাতা.কম/প্রতিনিধি/আসাবি
Check Also
কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ দেবে জনপ্রশাসন সংস্কার কমিশন
কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ করতে যাচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সচিবালয় …