ভোগডাবুরী ইউনিয়ন চেয়ারম্যান এর বিরুদ্ধে ইউ এন এর নিকট ইউপি সদস্যদের অভিযোগ

তোজাম্মেল হোসেন মঞ্জু,ডোমার (নীলফামারী) প্রতিনিধি :নীলফামারী জেলার ডোমার উপজেলার ভোগডাবুরী ইউনিয়ন চেয়ারম্যান এর বিরুদ্ধে লিখিত অভিযোগ দাখিল করেছেন উপজেলা নির্বহী অফিসারের নিকট ডোমার উপজেলার ১ নং ভোগডাবুরী ইউনিয়নের ১০ জন ইউপি সদস্য সদস্যা। অভিযোগে তারা উল্লেখ করেন যে, চেয়ারম্যান এক্রামুল হক দীর্ঘ দিন ধরে পরিষদে নানা অনিয়ম করে আসছে, কোন কাজে বা প্রকল্পে তিনি সদস্যদের অন্তভূক্তি না করে নিজের ইচ্ছামত ইউনিয়ন পরিষদ চালাচ্ছেন। তারা লিখিত অভিযোগে আরো জানান যে, হাট বাজার বরাদ্ধ এল.জি.ইস.পি ৪০ দিনের কর্মসূচী, মাতৃাকালীন ভাতা, কম্বল বিতারন, ঘর বরাদ্দ, দুম্ভার মাংস বিতরন সহ নানা অনিয়ম করে আসছে এবং ইউপি সদস্যদের সঙ্গে পরামর্শ মিটিং বা তাদের প্রস্তাব গুুরুত্ব না দিয়ে নিয়ম বহিভূত ভাবে চেয়ারম্যান সব কিছু নিজের খেয়াল খুশী মত করে যাচ্ছে। তাহার বিরুদ্ধে আরো অভিযোগ তিনি কয়েক মাস ধরে মামলা মোকদ্দমার কোট পরিচালনা করছেন না, এবং জনগন বিড়াম্বনার স্বীকার হচ্ছেন। তিনি ইউনিয়ন পরিষদ প্রায় দিনে বসেন না নিজের বাড়ীতে বসে পরিষদ কায্যক্রম পরিচালনা করেন। লিখিত অভিযোগের ভিত্তিতে কথা হয় সদস্য সাদেকুর রহমান, সদস্যা মেরিনা বেগম ও সদস্য লিটনের সঙ্গে তারা বলেন যে,আমরা দীর্ঘ দিন ধরে চেয়ারম্যানের অনিয়ম সেচ্ছাচারিতা সম্পর্কে তাকে নিয়ম মাফিক চলার অনুরোধ করেছি কিন্তু কোন ফলদয় হয়নি। তাই আমরা সদস্য সদস্যাগন বাধ্য হয়ে তার বিরুদ্ধে ডোমার উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ দায়ের করেছি। লিখিত অভিযোগ সম্পর্কে উপজেলা নির্বাহী অফিসার জনাবা উম্মে ফাতেমার সঙ্গে যোগাযোগ করেলে তিনি জানান যে, অভিযোগ আমি পেয়েছি, তদন্ত করে দেখা হবে।১৩জানুয়ারী,২০১৮শনিবার::ক্রাইমর্বাতা.কম/প্রতিনিধি/আসাবি

Check Also

সাতক্ষীরা বিনেরপোতা সড়ক দুর্ঘটনায় ১ ভ্যান চালক নিহত

মামুন হোসেন নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা বিনেরপোতা সড়ক দুর্ঘটনায় ১ ভ্যান চালক নিহত হয়েছে। বৃহস্পতিবার ( …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।