সাতক্ষীরা প্রতিনিধিঃ ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরায় তিনদিন ব্যাপি উন্নয়ন মেলা-২০১৮ অনুষ্ঠিত হয়েছে। জেলা সবকটি উপজেলাতে এক যোগে এ মেলার সমাপ্ত হয়। সমাপনী উপলক্ষে পুরস্কার বিতরনী ও সাংস্কৃতিক সভা অনুষ্ঠিত হয়। আমাদের প্রতিনিধিদের পাঠানো রিপোট:
সাতক্ষীরায় তিনদিন ব্যাপি উন্নয়ন মেলার সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে এমপি রবি
বিশে^র দরবারে বাংলাদেশ আজ মেরুদন্ড সোজা করে দাড়িয়েছে
শেখ কামরুল ইসলাম :সাতক্ষীরা সদর: সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে তিনদিন ব্যাপি উন্নয়ন মেলা-২০১৮ এর সমাপনী উপলক্ষে পুরস্কার বিতরনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে জেলা প্রশাসনের আয়োজনে সাতক্ষীা শহিদ আব্দুর রাজ্জাক পার্কে জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি বলেন, সরকারের উন্নয়নের চিত্র জনগণের সামনে তুলে ধরতে এ উন্নয়ন মেলার আয়োজন। বিশে^র দরবারে বাংলাদেশ আজ মেরুদন্ড সোজা করে দাড়িয়েছে। পদ্মাসেতু আজ দৃশ্যমান এবং বাংলাদেশে তয় সমুদ্র বন্দর হতে যাচ্ছে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এ.এন.এম মঈনুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সাতক্ষীরার উপ-পরিচালক কৃষিবিদ কাজী আব্দুল মান্নান, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাকির হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আব্দুল লতিফ খান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আব্দুল হান্নান, সদর উপজেলা নির্বাহী অফিসার তহমিনা খাতুন, সড়ক ও জনপদ এর নির্বাহী প্রকৌশলী মনজুরুল করিম, সাতক্ষীরা আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক এ.কে.এম আবু সাঈদ, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদসহ প্রশাসনিক কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। আলোচনা সভা শেষে রচনা ও সাধারণ জ্ঞাণ প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং মেলায় অংশগ্রহনকারী শ্রেষ্ঠ স্টল ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারকারীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন এনডিসি মোশারেফ হোসেন।
তালায় তিন দিনব্যাপী উন্নয়ন মেলার সমাপ্তি
আকবর হোসেন,তালাঃ গতকাল শনিবার (১৩ জানুয়ারী) সারা দেশের ন্যায় সাতক্ষীরার তালা উপজেলা পরিষদ চত্বরে তিন দিনব্যাপী ‘উন্নয়ন মেলা’-২০১৮ এর সমাপ্তি হয়েছে। ‘উন্নয়নের রোল মডেল, শেখ হাসিনার বাংলাদেশ” এই শ্লোগান সামনে রেখে রূপকল্প- ২০২১ এবং ভিশন-২০৪১ তথা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নের ক্ষেত্রে সরকারের সাফল্য সম্পর্কে জনগণকে অবহিত করার লক্ষ্যে উপজেলা প্রশাসন আয়োজিত উক্ত মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এ্যাড. মুস্তফা লুহফুল্লাহ। তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফরিদ হোসেনের সভপাতিত্বে মেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব ড. রেজাউল করিম, উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, তালা সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর গোলাম মোস্তফা, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইখতিয়ার হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নেছা খানম, তালা থানার অফিসার ইনচার্জ মোঃ হাসান হাফিজুর রহমান, পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ মোল্যা জাকির হোসেন, উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম, মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুর রহমান, শহীদ মুক্তিযোদ্ধা কলেজের অধ্যক্ষ এনামুল ইসলাম, প্রাক্তন প্রধান শিক্ষক এমএ কাশেম, কেন্দ্রীয় যুবলীগৈর সহ-সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ও তালা প্রেসক্লাবের সভাপতি প্রণব ঘোষ বাবলু, তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন, তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমান, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ সন্জয় বিশ্বাস, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আতিয়ার রহমান, শিক্ষা অফিসার (প্রাথমিক) মোঃ অহিদুল ইসলাম প্রমুখ। তিন দিনব্যাপী উক্ত উন্নয়ন মেলায় ৫২ টি ষ্টল তাদের বিভিন্ন কার্যক্রম প্রদর্শন করে। এছাড়া মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান,আলোচনা সভা, নাটক ও বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমেও সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরা হয়। এ সময় মেলায় অংশগ্রহণকারীদের পুরস্কৃত করা হয়।
শ্যামনগরে উৎসব মুখর পরিবেশে তিনদিন ব্যাপি উন্নয়ন মেলার সমাপ্তি
ডি এম আব্দুল্লাহ আল মামুন, শ্যামনগর (সাতক্ষীরা) থেকেঃ বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আনন্দঘন উৎসব মুখর পরিবেশে সাতক্ষীরার শ্যামনগরে উপজেলা প্রশাসনের আয়োজনে ৩ দিন ব্যাপি উন্নয়ন মেলা-২০১৮’র আনুষ্ঠানিক সমাপনী অনুষ্ঠিত হয়েছে। বর্তমান সরকারের সময় নেওয়া বিভিন্ন উন্নয়নমূলক কাজের সঙ্গে দেশের প্রান্তিক জনগণসহ আপামর জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার লক্ষ্যে এ উন্নয়ন মেলা। এ মেলায় উপজেলার সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তর, ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠানসহ সরকার নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। “উন্নয়নের রোল মডেল, শেখ হাসিনার বাংলাদেশ” দেশবাসীকে সরকারের উন্নয়ন সম্পর্কে অবহিত করতে গত বৃহস্পতিবার থেকে সারা দেশে তিনদিনব্যাপী মেলার আয়োজন করা হয়। উন্নয়ন মেলা নামে অবিহিত এ মেলার দেশ ব্যাপি একযোগে ভিভিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নানা আনুষ্ঠানিকতায় ও প্রচুর দর্শকের উপস্থিতিতে শ্যামনগরে চলমান তিনদিনের উন্নয়ন মেলার আজ শনিবার সন্ধায় আনুষ্ঠানিক সমাপ্তি হয়েছে। শ্যামনগর উপজেলা প্রশাসন আয়োজিত তিনদিন ব্যাপি উন্নয়ন মেলার সমাপ্তি ঘোষণা করেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। এর আগে তিনি বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করা ছাত্র ছাত্রীদের মধ্যে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন। সমাপনি বক্তব্যের শুরুতেই তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য সকলের কাছে দোয়া চান, এসময় তিনি বর্তমান সরকারের নানামূখী উন্নয়নের কথা তুলে ধরেন। এ সময় উপস্থিত ছিলেন, শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মো: কামরুজজামান, শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার ভূমি সুজন সরকার, শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন, শ্যামনগর সদর ইউনিয়ন চেয়ারম্যান এ্যাড জহুরুল হায়দার বাবু, শ্যামনগর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহসিন উল মূলক, শ্যামনগর সরকারী মহসিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ তম্ময় কুমার সাহা, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ সৈয়দ মান্নান আলী, বুড়িগোয়ালিনী ইউনিয়নের চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল, যাগো যুব ফাউন্ডেশনের নির্বাহী প্রধান শেখ ফারূক হোসেন, শ্যামনগর উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, এনজিও প্রতিনিধিবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষকমন্ডলী, সাংবাদিকবৃন্দ, ছাত্র-ছাত্রীবৃন্দসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। শ্যামনগরে এবারের উন্নয়ন মেলায় সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত, ব্যাংক-বীমা, এনজিওসহ বিভিন্ন প্রতিষ্ঠানের মোট ৩৬ টি স্টল অংশগ্রহণ করেছিল। প্রতিটি স্টলে বর্তমান সরকারের নানামূখী উন্নয়নের চিত্র তুলে ধরা হয়। মেলায় আগত সকল দর্শনার্থীরা বলেন, বর্তমান সরকারের নানা উন্নয়নের চিত্র শ্যামনগর উপজেলা প্রশাসনের উন্নয়ন মেলায় এসে জানতে পারলাম। সরকারের এরকম আয়োজনকে আমরা সাধুবাদ জানাই।
১৩জানুয়ারী,২০১৮শনিবার::ক্রাইমর্বাতা.কম/প্রতিনিধি/আসাবি