গাভা আইডিয়াল কলেজে ২ কোটি ৭ লক্ষ টাকা ব্যয়ে বহুমূখী ঘূণিঝড় আশ্রয় কেন্দ্র নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন

গাভা আইডিয়াল কলেজে  ঘূণিঝড় আশ্রয় কেন্দ্র নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি রবি
শেখ কামরুল ইসলাম : সাতক্ষীরা সদরের ফিংড়ি ইউনিয়নে গাভা আইডিয়াল কলেজ বহুমূখী ঘূণিঝড় আশ্রয় কেন্দ্র নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে গাভা আইডিয়াল কলেজ প্রাঙ্গণে গাভা আইডিয়াল কলেজ পরিচালনা পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আবুল খায়ের সরদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি বলেন, ‘ উপকূলের মানুষের জীবনমান ও সহায় সম্পদ রক্ষায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবুজ বেষ্টনী গড়ে তোলার উদ্যোগ নিয়েছিলেন। সে সবুজ বেষ্টনী আজ মানুষের উপকারে আসছে। এ সবুজ বেষ্টনী যাতে ক্ষতি না হয় সেদিকে নজর রাখতে হবে। সেখানে আরো বেশি বেশি করে সবুজ ঝাউগাছ রোপন করতে হবে। তিনি বলেন, দুর্যোগের বিষয়ে সচেতন থাকলে এবং পূর্বপ্রস্তুতি সঠিকভাবে গ্রহণ করলে ক্ষয়-ক্ষতির পরিমান কমানো যায়। ‘যে কোনো দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ এখন যথেষ্ট পারদর্শিতা অর্জন করেছে। এসব সাইক্লোন সেল্টারে চিকিৎসার ব্যবস্থা রাখা হয়েছে। গবাদি পশু রক্ষার জন্য জায়গা সংরক্ষণ করা হয়েছে। তাই দূর্যোগের সংবাদ পাওয়া মাত্রই কাছাকাছি অবস্থিত সাইক্লোন সেল্টারে আশ্রয় নেওয়ার জন্য উপকূলের জনসাধারণকে আহ্বান জানান।’
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুর উর রশিদ, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জালাল উদ্দিন, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদিকা জ্যোৎন্সা আরা, জেলা শ্রমিকলীগের সহ-সভাপতি বিকাশ চন্দ্র দাস, ফিংড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. লুৎফর রহমান, ফিংড়ি ইউপি চেয়ারম্যান মো. সামছুর রহমান, গাভা আইডিয়াল কলেজর অধ্যক্ষ শিবপদ গাইন, জেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদিকা সুলেখা চন্দ্র দাস, রুখসানা পারভীন, দপ্তর সম্পাদক তহমিনা ইসলাম ও ঠিকাদার প্রতিষ্ঠান ইমন এন্টারপ্রাইজের মো. বজলুর রহমান প্রমুখ। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্র্তৃক নির্মিতব্য উপকূলীয় ও ঘূণিঝড় প্রবণ এলাকায় বহুমূখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র নির্মাণ প্রকল্প (২য় পর্যায়) ২ কোটি ৭ লক্ষ টাকা ব্যয়ে তিনতলা বিশিষ্ট ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করা হয়েছে। এসময় দলীয় নেতৃবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ এবং গাভা আইডিয়াল কলেজের শিক্ষক/শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

১৪জানুয়ারী,২০১৮রবিবার::ক্রাইমর্বাতা.কম/প্রতিনিধি/আসাবি

Check Also

সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।