আমি আশাবাদী, দল আমাকে মনোনয়ন দেবে: তাবিথ আউয়াল

ক্রাইমবার্তা রিপোর্ট:ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উপ-নির্বাচনে অংশ নিতে আগ্রহী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল মনোনয়নপত্র জমা দিয়েছেন। এসময় তিনি বিএনপির মনোনয়ন পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর কাছে এ মনোনয়নপত্র জমা দেন তিনি।

এ সময় আরো উপস্থিত ছিলেন- বিএনপি সহ-দফতর সম্পাদক মুনির হোসেন, তাইফুল ইসলাম টিপু, বেলাল আহমেদ, আমিনুল ইসলাম প্রমুখ।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উপ-নির্বাচনে মেয়র পদে বিএনপির মনোনয়ন পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন ২০১৫ সালে আনিসুল হকের সঙ্গে দলটির মনোনয়নে প্রতিদ্বন্দ্বিতা করা তাবিথ আউয়াল।

এসময় তিনি আরো বলেন, আমি আশাবাদী দল তরুণদের প্লাটফর্ম করে দেবে। এছাড়া মাঠ পর্যায়ে কাজের পূর্ব অভিজ্ঞতা ও জনসমর্থনে আমি এগিয়ে আছি। আজ সিলেকশন বোর্ডে ভাইভা হবে। আমি আশাবাদী যে, দল আমাকে মনোনয়ন দেবে।

এর আগে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনের (ডিএনসিসি) জন্য বিএনপির মনোনয়ন ফরম কিনেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টুর ছেলে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য তাবিথ আউয়াল ৫ জন।

রবিবার দুপুর আড়াইটায় নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন পত্র কেনেন তিনি। এর আগে রবিবার বেলা ১১টা থেকে মনোনয়ন ফরম বিক্রির শুরুতে বিএনপির সহ-প্রকাশনা বিষয়ক সম্পাদক শাকিল ওয়াহেদ নয়াপল্টনে এসে মনোনয়ন ক্রয় করেন। এরপর বিএনপির মনোনয়ন ফরম কেনেন ঢাকা মহানগর (উত্তর) বিএনপির সভাপতি এম এ কাইয়ূম এবং বিএনপির সাবেক এমপি বহিস্কৃত নেতা মেজর (অব) আখতারুজ্জামান। দুপুর দেড়টার দিকে মনোনয়ন ফরম কেনেন দলটির বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন।

বিএনপির এই মনোনয়ন ফরম ১০ হাজার টাকায় বিক্রি হচ্ছে। আগামীকাল সোমবার (১৫ জানুয়ারি) বিকেল ৪টার মধ্যে ২৫ হাজার টাকা জামানতসহ মনোনয়ন ফরম জমা দিতে হবে। ঐ দিনই গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে প্রার্থী চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন পত্র ক্রয়ের পরে সাংবাদিকদের তাবিথ আউয়াল বলেন, ‘আমি আনুষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমে মনোনয়ন ফরম কিনেছি। আমি আশাবাদী বিএনপির মনোনয়ন আমি পাবো। কারণ এই নির্বাচনের প্রথম পর্ব আমাকে সমর্থন দিয়েছিল।

তিনি আরো বলেন, ‘নিয়ম অনুযায়ী আমি কালকে জমা দিবো। এরপর আমি গণমাধ্যমের সাথে কথা বলবো। তবে দল আমাকে মনোনয়ন না দিয়ে অন্য কাউকে দিলে তার হয়ে আমি এবং আমার সমর্থকরা কাজ করবো।’

১৫জানুয়ারী,২০১৮সোমবার::ক্রাইমর্বাতা.কম/প্রতিনিধি/আসাবি

Check Also

আশাশুনিতে টঙ্গী ইজতেমায় হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।ঢাকার টঙ্গীত ইজতেমা-মাঠে নিরীহ মুসল্লিদের উপর উগ্রবাদী সন্ত্রাসী সাদ পন্থীদের বর্বরোচিত হামলা ও পরিকল্পিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।