নেত্রকোনার বিরিশিরিতে প্রকৃতি যেন তার সব সৌন্দর্য ঢেলে দিয়েছে

ক্রাইমবার্তা রিপোর্ট:নেত্রকোনার বিরিশিরি, প্রকৃতি তার সব সৌন্দর্য নিয়ে অপেক্ষা করছে আপনাকে মুগ্ধ করার জন্য। পর্যটক আকর্ষণের জন্য যেসব উপাদান থাকা দরকার তার সবটুকুই আছে বিরিশিরিতে।

ঢাকা থেকে মাত্র ১৭০ কিলোমিটার দূরে অবস্থিত। তাই আপনি চাইলেই ২-১ দিন সময় নিয়ে ঘুরে আসতে পারেন অপরূপ সৌন্দর্যেভরা এই স্থানটিতে।

এখানকার সবচেয়ে আকর্ষণীয় জায়গা চীনামাটির পাহাড়। এখান থেকে পাহাড় কেটে চীনামাটি তোলা হয়, যা দিয়েই তৈরি হয় চীনামাটির বাসনকোসন। মাটিকাটা এই গর্তে পানি জমে থাকে, যা এতটাই নীল যে আপনি এখানে আসলেই পানিতে ঝাঁপিয়ে পড়তে চাইবেন। এখানে রয়েছে ৫-৭টা মাঝারি ধরনের পাহাড়।

এসব পাহাড়ের গায়ে রয়েছে রং-বেরঙের ফুল। এ পাহাড় এখনো আমাদের স্বাধীনতা যুদ্ধের স্মৃতি বহন করে চলছে। কারণ এই পাহাড়ের পাদদেশেই রয়েছে পাকিস্তানিদের বাংকার যার কিছুটা এখনো দেখা যায়।

আসুন ছবিতে দেখে নেই বিরিশিরির অপরূপ সৌন্দর্য

বিরিশিরির নদীতে বয়ে চলেছে নৌকা

পাহারে ঝরনার কান্না

চীনামাটির পাহাড়

মাছ ধরার ছোট ছোট নৌকা

১৭জানুয়ারী,২০১৮বুধবার::ক্রাইমর্বাতা.কম/প্রতিনিধি/আসাবি

Check Also

আশাশুনিতে শোভনালী ইউনিয়ন জামায়াতের কর্মী সম্মেলন

স্টাফ রিপোর্টার :আশাশুনির শোভনালী ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ।সোমবার (১৮ নভেম্বর) বিকাল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।