নির্বাচনী রোডম্যাপ চায় ১৪ দল শেখ হাসিনার সঙ্গে বৈঠক হতে পারে চলতি মাসে

ক্রাইমবার্তা ডেস্করিপোর্ট:নির্বাচনী রোডম্যাপ চূড়ান্ত করতে চান আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শীর্ষ নেতারা। চলতি বছর ডিসেম্বরে একাদশ জাতীয় সংসদ নির্বাচন- এমন সম্ভাবনাকে মাথায় রেখে যত দ্রুত সম্ভব এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া উচিত বলে মনে করছেন তারা। শরিক দলগুলোর নেতাদের মতে, হাতে আর বেশি সময় নেই। এখন থেকেই নির্বাচনের প্রস্তুতি শুরু করতে হবে। এ জন্য প্রয়োজন একটি নির্বাচনী রোডম্যাপ প্রণয়ন। এতে থাকবে শরিকদের সঙ্গে দূরত্ব কমিয়ে আনার পাশাপাশি মূল দল আওয়ামী লীগের সঙ্গে আসন সমঝোতা, ঐক্যবদ্ধভাবে নির্বাচন করার ঘোষণা এবং আগাম প্রস্তুতি নিতে প্রার্থীদের ‘গ্রিন সিগন্যাল (সবুজ সংকেত)’ দেয়ার বিষয়ে সুনির্দিষ্ট তথ্য-উপাত্ত। পাশাপাশি নির্বাচনী ইশতেহার প্রণয়ন এবং সরকার গঠনের পর ঐক্যবদ্ধভাবে দেশ পরিচালনার প্রতিশ্রুতির বিষয়টিও অন্তর্ভুক্ত করা যেতে পারে ওই রোডম্যাপে। ১৪ দলীয় জোটের একাধিক শীর্ষ নেতা মঙ্গলবার প্রতিবেদকের সঙ্গে আলাপকালে তাদের এমন চিন্তা-ভাবনার কথা জানিয়েছেন। এদিকে ক্ষমতাসীন দলের নীতিনির্ধারণী সূত্রে জানা গেছে, বিষয়টি প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে অবহিত করা হয়েছে। তিনিও শরিক দলগুলোর শীর্ষ নেতাদের নিয়ে বৈঠকে বসার আগ্রহ দেখিয়েছেন। চলতি মাসেই এ বৈঠক হতে পারে।

জোটের নেতারা জানান, এ বৈঠকেই তারা শেখ হাসিনার কাছে নির্বাচনকে সামনে রেখে একটি রোডম্যাপ প্রণয়ন করার প্র্রস্তাব দেবেন। জোট নেতাদের মতে, আগামী নির্বাচনে বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন ২০ দলীয় জোট ঐক্যবদ্ধভাবে অংশ নেবে। অতীতের মতো নির্বাচন বর্জনের ভুল এবার তারা করবে না। ফলে আগামী নির্বাচন হবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। এর সঙ্গে যোগ হবে সরকারবিরোধী নানা প্রচারণা। এর বিপরীতে সরকারের উন্নয়ন এবং অগ্রগতির চিত্র জনগণের মধ্যে তুলে ধরতে হবে এবং ভোটের ফল নিজেদের অনুকূলে আনতে হবে। আর তা করতে হলে প্রয়োজন এখনই নির্বাচনী রোডম্যাপ প্র্রণয়ন করা। এ প্রসঙ্গে জানতে চাইলে ১৪ দলীয় জোটের অন্যতম প্রধান শরিক দল ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন প্রতিবেদকে বলেন, ‘নির্বাচনের আর বেশি সময় নেই। আমার ধারণা এ বছর ডিসেম্বরে একাদশতম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে জয়ী হওয়ার মধ্য দিয়ে আমরা বিজয় উৎসব করতে চাই। কিন্তু কাজটি খুব সহজ নয়। এর জন্য এখন থেকেই একটি নির্বাচনী রোডম্যাপ প্রণয়ন করতে হবে।’ তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী জানিয়েছেন তিনি আমাদের অর্থাৎ ১৪ দলীয় জোটের শীর্ষ নেতাদের নিয়ে বৈঠকে বসবেন। যতটুকু জানি চলতি মাসেই এ বৈঠক অনুষ্ঠিত হবে। এ বৈঠকে আমরা আমাদের প্রস্তাব তুলে ধরব। অন্য শরিকরাও তাদের প্রস্তাব তুলে ধরবে।’ রাশেদ খান মেনন বলেন, ‘আগামী নির্বাচন হবে চ্যালেঞ্জিং। বিএনপি-জামায়াতসহ উগ্র সাম্প্রদায়িক মৌলবাদী চক্র স্বাধীনতার সপক্ষের শক্তিকে পরাজিত করতে সর্বশক্তি নিয়োগ করবে। এ বিষয়টি মাথায় রেখে এখনই আমাদের রণকৌশল ঠিক করতে হবে।’

১৪ দলীয় জোটের একাধিক শীর্ষ নেতার মতে, ৫ জানুয়ারির নির্বাচনের পুনরাবৃত্তি ঘটবে না- এটা ধরে নিয়েই আগামী নির্বাচনের কৌশল ঠিক করতে হবে। আর এ কৌশল ঠিক করার আগে ১৪ দলীয় জোটের মধ্যে যে দূরত্ব সৃষ্টি হয়েছে তা দূর করার উদ্যোগ নিতে হবে। জোটের শরিক দলগুলোর মধ্য থেকে কাকে কোন আসনে ছাড় দেয়া হবে- তাও ঠিক করতে হবে। একইভাবে আওয়ামী লীগেরও কে কোন আসনে প্রার্থী হবেন তাও আগেভাগে ঠিক করতে হবে। এ ছাড়া এখন থেকেই বিভাগীয় এবং জেলা পর্যায়ে ১৪ দলীয় জোটগতভাবে জনসভার আয়োজন করতে হবে। সূত্র জানায়, সোমবার অনুষ্ঠিত ১৪ দলীয় জোটের নেতাদের বৈঠকে ঐক্যবদ্ধভাবে বিভাগ এবং জেলা পর্যায়ে জনসভার বিষয়ে সিদ্ধান্ত হয়। তবে আসন সমঝোতার বিষয়টি ছেড়ে দেয়া হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে। জানা গেছে, চলতি মাসে বরিশাল, রাজধানীসহ বেশ কয়েকটি বিভাগীয় শহর যাবেন প্রধানমন্ত্রী। ১৪ দলীয় জোটের শীর্ষ নেতারা এসব সভায় তার সঙ্গে উপস্থিত থাকবেন এবং বক্তৃতা দেবেন।

জানতে চাইলে এ প্রসঙ্গে জাতীয় পার্টির (জেপি) মহাসচিব শেখ শহীদুল ইসলাম মঙ্গলবার প্রতিবেদকে বলেন, ‘আগামী নির্বাচনে জয়ী হতে হলে আমাদের এখন থেকেই প্রস্তুতি শুরু করতে হবে। আর জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের একাংশের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এখনই প্রস্তুতি শুরু করা প্রয়োজন। এর মধ্যে আসন সমঝোতার বিষয়টি অগ্রাধিকার দিতে হবে। তা না হলে পরে নিজেদের মধ্যেই ভুল বোঝাবুঝি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। ১৭জানুয়ারী,২০১৮বুধবার::ক্রাইমর্বাতা.কম/যুগান্তর/আসাবি

Check Also

সাতক্ষীরা পৌর ৪ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর আমীরের শপথ

মাসুদ রানা, সাতক্ষীরা: বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা শহর শাখার পৌর ৪ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।