কাজাখস্তানে বাসে পুড়ে ৫২ আরোহীর মৃত্যু

ক্রাইমবার্তা আন্তজার্তিক রিপোর্ট:কাজাখস্তানের আকটোবে এলাকার উত্তরাঞ্চলে ভয়াবহ বাস দুর্ঘটনায় ৫২ জনের মৃত্যু হয়েছে৷
মৃতদের মধ্যে বেশিরভাগই প্রতিবেশী উজবেকিস্তানের নাগরিক বলে জানিয়েছেন সেদেশের বিপর্যয় সংক্রান্ত মন্ত্রণালয়ের মুখপাত্র৷

হঠাৎ করেই বাসটিতে আগুন ধরে যায় বলে সূত্রের খবর৷ বাসটিতে মোট ৫৭ জন যাত্রী ছিলেন৷ তাদের মধ্যে মাত্র পাঁচজন কোনোরকমে প্রাণ বাঁচিয়ে বাসের বাইরে বেরোতে সক্ষম হন৷ তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ তবে দু একজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে খবর৷১৮জানুয়ারী,২০১৮বৃহস্পতিবার::ক্রাইমর্বাতা.কম/আসাবি

Check Also

‘পাকিস্তান দলে প্রত্যেক ক্রিকেটারই অধিনায়ক’

টি-টোয়েন্টি সিরিজে দক্ষিণ আফ্রিকার সঙ্গে পেরে ওঠেনি পাকিস্তান। তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচ পণ্ড হয়, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।