জিয়ারুল ইসলামঃ- কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে ইলেকট্রনিক্স বিভাগের ৮ম পর্বের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট অডিটোরিয়ামে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। ইলেকট্রনিক্সের বিভাগের নবাগত বিভাগীয় প্রধান প্রকৌশলী ইয়াকুব আলীর সভাপতিত্বে প্রধান অথিতির বক্তব্য রাখেন কুষ্টিয়া পলিটেকনিকের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) মোশাররফ হোসেন। এছাড়া বিশেষ অথিতির বক্তব্য রাখেন সিভিলের বিভাগীয় প্রধান প্রকৌশলী আব্দুল মান্নান, ইলেকট্রনিক্সের ইন্সট্রাকক্টর জুবায়ের হোসেন, ইলেকট্রনিক্সের বিভাগের বিদায়ী ছাত্র ও সাংবাদিক জিয়ারুল ইসলাম, নুর মোহাম্মদ বাবু, কুষ্টিয়া পলিটেকনিক ছাত্রলীগের সাধারন সম্পাদক এসআই দিপু, ইমতিয়াজ খান বিজয়। প্রধান অথিতির বক্তব্যে মোশাররফ হোসেন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ও দেশনেত্রী শেখ হাসিনার বলিষ্ট নেতৃত্বে দেশ উন্নয়নের শিহরে পৌছাচ্ছে। প্রধানমন্ত্রীর ভিশন ২০২০-২০২১ বাস্তবায়নের জন্য প্রতিটি পদক্ষেপে কারিগরি শিক্ষার ভূমিকা অনস্বিকার্য। কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতীর কল্যানের পাশাপাশি নিজের কর্মসংস্থান নিশ্চিত করা সম্ভব। এসময় আরএস বিভাগের বিভাগীয় প্রধান নারগিস আরা বেগম, ইলেকট্রনিক্স বিভাগের শিক্ষক প্রকৌশলী মিজানুর রহমান, প্রকৌশলী অশোক কুমার কর্মকার, প্রকৌশলী মাহফুজা সুলতানা, মিন্টু আহম্মেদসহ সকল শিক্ষকবৃন্দ অফিস সহকারী রফিকুল ইসলাম (রফিক)সহ ইলেকট্রনিক্স বিভাগের সকল পর্যায়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে এ জেলার সনামধন্য শিপ্লীদের সংগিতে আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে সাংস্কতিক সন্ধা সমাপ্ত হয়।
১৮জানুয়ারী,২০১৮বৃহস্পতিবার::ক্রাইমর্বাতা.কম/প্রতিনিধি/আসাবি