নাটোরে পৌর মার্কেট ভাঙার প্রতিবাদে মানববন্ধন পুলিশের বাধায় পন্ড

নাটোর সংবাদদাতা:নাটোরে পৌর মার্কেটকে অবৈধ স্থাপনা হিসেবে সড়ক ও জনপথ বিভাগ (সওজ) ভেংগে ফেলার প্রতিবাদে ক্ষতিগ্রস্থ দোকান মালিকদের আয়োজিত মানববন্ধন পুলিশের বাধায় পন্ড হয়ে গেছে। অবৈধভাবে স্থাপনা উচ্ছেদের প্রতিবাদে ও ক্ষতিপূরণ আদায়ের দাবিতে বৃহষ্পতিবার বিকেলে মানববন্ধন করতে পারেনি নাটোর পৌর মার্কেটের ওই ব্যবসায়ীরা। সড়ক ও জনপথ বিভাগের ঢাকা থেকে আসা স্টেট অফিসারের নেতৃতে বুধবার সন্ধ্যায় দু’টি ভেকু মেশিন দিয়ে মার্কেটের সাতটি দোকান আকষ্মিকভাবেই ভেঙে ফেলায় ব্যবসায়ীরা ওই মানববন্ধনের আয়োজন করেছিলেন। মার্কেটের সিটি ফার্মেসির মালিক রজব আলী জানান, বুধবার সন্ধায় আকষ্মিকভাবে সওজ কর্মীরা ভেকু মেশিন দিয়ে তার সহ মার্কেটের মোট সাতটি দোকান ভেঙে ফেলে। এতে প্রায় কোটি টাকারও অধিক ক্ষতি হয়েছে। মার্কেটটির মালিক নাটোর পৌরসভা। মার্কেটের জমির হাল খতিয়ান পৌরসভার নামেই আছে। ব্যবসায়ীরা দুই থেকে ৪৮ বছর ধরে পৌরসভাকে খাজনা দিয়ে ব্যবসা করে আসছিলেন। কোনো নোটিশ না দিয়ে বা মৌখিকভাবে না জানিয়েই হটাৎ করেই মালামালসহ মার্কেট ভাঙার প্রতিবাদে ও ক্ষতিপূরণ আদায়ের দাবিতে তারা বৃহষ্পতিবার বিকেল মার্কেটের সামনে মানববন্ধনের ডাক দেন। যথা সময়ে ব্যবসায়ীরা সেখানে জড়ো হতে শুরু করলে নাটোর সদর থানার পুলিশ এসে তাদের মানববন্ধন করতে না দিয়ে ব্যবসায়ীদের ব্যানার সহ সেখান থেকে সরিয়ে দেন। এ সময় পুলিশের সাথে ব্যবসায়ীদের বাক বিতন্ডাও হয়। স্টেশনারি দোকানের মালিক আব্দুল্লাহ আল মামুন বলেন, তাদের অন্যায়ের প্রতিবাদ করতেও পুলিশ দিল না। এর চেয়ে আমাদের মরে যাওয়াই ভালো। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিকদার মোঃ মশিউর রহমান জানান, ‘অযৌক্তিক কারণে মানববন্ধন আহ্বান করায় তা করতে দেওয়া হয়নি। সওজ কর্তৃপক্ষ উন্নয়ন কাজের জন্য মার্কেট ভেঙে দিয়েছে। এতে মানববন্ধন করার কি আছে ?’ পৌর মার্কেট হওয়ায় ওই মার্কেটের আসল মালিক নাটোর পৌরসভা। এব্যাপারে নাটোর পোরসভার মেয়র উমা চৌধূরী জলী বলেন, তাদের তৈরী করা ওই মার্কেটের বৈধ কাগজপত্র থাকার পরেও তাদেরকে না বলেই হঠাৎ করে ভেংগে দিয়ে মার্কেট ভবন ও দোকান মালিকদের লাখ লাখ টাকার সম্পদ নষ্ট করে দেয়া হয়েছে। তিনি সড়ক ও জনপথের কাছে এইসব ক্ষতিপূরণের দাবী জানান। সওজের নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম প্রামাণিক বলেন, গত কয়েকদিন ধরে শহরে মাইকিং করে অবৈধ উচ্ছেদ অভিযানের কথা জানানো হয়েছে। এ সময় ওই মার্কেটের কেউ কাগজপত্র নিয়ে দেখা করেনি। এছাড়া জেলা প্রশাসন থেকে তাদের বলা হয়েছে ওই মার্কেটটি সরকারি খাস জমির ওপর নির্মাণ করা হয়েছে তাই তারা ভেংগে দিয়েছে।

Check Also

৩০ জুলাই পর্যন্ত অনেক দল সিদ্ধান্ত নিতে পারেনি, সংগ্রামে যুক্ত হবে কি না: সারজিস আলম

জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেছেন, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।