মুহিতের গাড়ি ব্রেকফেল হয়ে এমপিসহ ৩০ মুসল্লি আহত

ক্রাইমবার্তা রিপোর্ট: সিলেট: অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের গাড়ি ব্রেকফেল হয়ে সিলেচে একটি মসজিদের সামনে উপস্থিত মুসল্লিদের চাপা দেয়। এতে আওয়ামী লীগের সাবেক এক এমপিসহ অন্তত ৩০ জন মুসল্লি আহত হয়েছেন। ওই মুসল্লিরা জুমার নামাজ শেষে অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করছিলেন। মন্ত্রীও তাদের সঙ্গে দাঁড়িয়ে হাত মিলিয়ে কুশল বিনিময় করছিলেন। তবে দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন অর্থমন্ত্রী।

সিলেট নগরের রায়নগর সোনারপাড়া জামে মসজিদের সামনে শুক্রবার জুমার নামাজ শেষে এ দুর্ঘটনা ঘটে।

সিলেট মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুর রহমান জামিল এ খবর নিশ্চিত করেছেন।

আওয়ামী লীগের এ নেতা বলেন, ‘জুমার নামাজ শেষে অর্থমন্ত্রীর সঙ্গে মুসল্লিরা সাক্ষাত করছিলেন। তখন মসজিদের পাশের একটি মাঠ থেকে মন্ত্রীর ব্যবহৃত গাড়িটি চালক এদিকে আনছিলেন। সে সময় গাড়িটি ব্রেকফেল করে মুসল্লিদেরকে ধাক্কা দেয়। এতে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা মারাত্মকভাবে আঘাত প্রাপ্ত হন।’

আব্দুর রহমান জামিল বলেন, ‘তবে অর্থমন্ত্রীর কোনও ক্ষতি হয়নি। পড়ে গিয়ে কিছুটা আঘাত পেয়েছেন তিনি।’

আহতদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

আহতরা হলেন, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, সিলেট জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এসএম নুনু মিয়া, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদসহ অন্তত ৩০জন।

খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশসহ মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সিলেট কোতোয়ালি থানার ওসি গৌছুল হোসেন জানান, গাড়ির চালককে জিজ্ঞাসাবাদ তিনি জানিয়েছেন হঠাৎ করে গাড়ি ব্রেকফেল করেছে। যার কারণে এ দুর্ঘটনাটি ঘটেছে। তবে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

 

১৯জানুয়ারী,২০১৮শুক্রুবার:ক্রাইমর্বাতা.কম/প্রতিনিধি/আসাবি

Check Also

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করেননি সমাজী

জুলাই-আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার সাবেক ৯ মন্ত্রীসহ ১৩ জনকে আন্তর্জাতিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।