সিরিয়ার কুর্দি-অধ্যুষিত আফরিন অঞ্চলে তুরস্কের হামলা

ক্রাইমবার্তা আন্তজার্তিক রিপোর্ট:সিরিয়ার কুর্দি-অধ্যুষিত আফরিন অঞ্চলে হামলা শুরু করেছে তুরস্কের সেনাবাহিনী। স্থানীয় সময় বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত প্রায় ৭০টি কামানের গোলা নিক্ষেপ করা হয়েছে। তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী নুরুদ্দিন জানিকলি শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন। খবর রয়টার্সের।

তুর্কি প্রতিরক্ষামন্ত্রী বলেন, এখনও কোনো তুর্কি সেনা সেখানে প্রবেশ করেনি। এখন কেবল দূর থেকে কামানের গোলাবর্ষণ করা হচ্ছে। শিগগিরই সেখানে তুর্কি সেনাবাহিনী প্রবেশ করবে।

এদিকে আফরিনে হামলা শুরু হওয়ার পর সেখান থেকে রাশিয়া তাদের সৈন্যদের নিরাপদে সরিয়ে নিচ্ছে। সৈন্যদের সরিয়ে নেয়ার মাধ্যমে রাশিয়া তুরস্কের হামলাকে সমর্থন দিচ্ছে বলে মনে করছে বিশ্লেষকরা।

কুর্দি গেরিলা গোষ্ঠী ওয়াইপিজি তুর্কি প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্যের সত্যতা স্বীকার করে বলেছে, তুরস্ক গত মধ্যরাত থেকে কামানের গোলাবর্ষণ শুরু করেছে। কয়েকটি গ্রামে গোলা আঘাত হেনেছে বলে তারা জানিয়েছে।

এর আগে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান কুর্দি গেরিলাদের আত্মসমর্পণের আহ্বান জনিয়েছেন। তুরস্ক বলছে, সিরিয়ার কুর্দি গেরিলারা তুরস্কের জন্য ক্রমেই বড় ধরনের হুমকিতে পরিণত হচ্ছে।

এদিকে আনাদলু এজেন্সির খবরে বলা হয়েছে, পিকেকে সন্ত্রাসীরা ১৯৮০ সাল থেকে এ পর্যন্ত প্রায় ৪০ হাজার মানুষকে হত্যা করেছে। আফরিন এলাকায় বর্তমানে পিকেকে এর ৮ থেকে ১০ হাজার সন্ত্রাসী অবস্থান করছে। ২০জানুয়ারী,২০১৮শনিবার:ক্রাইমর্বাতা.কম/রয়টার্স/আসাবি

Check Also

শেখ হাসিনাকে ফেরত চেয়ে ঢাকার দেওয়া চিঠি গ্রহণ করেছে দিল্লি

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে ঢাকার দেওয়া কূটনৈতিক পত্র গ্রহণ করেছে দিল্লি। এ তথ্য …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।