নাটোরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলায় এক যুবকের যাবজ্জীবন

ক্রাইমবার্তা রিপোর্ট:নাটোর প্রতিনিধি:নাটোরে স্কুল ছাত্রীকে ধর্ষণের দায়ে সুমন সরকার নামে এক যুবককে যাবজ্জীবন কারাদন্ড ও ২৫ হাজার টাকা জরিমানা করেছে আদালত। রোববার বিকেলে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মুহাম্মাদ হাসানুজ্জামান এই আদেশ দেন। মামলা সূত্রে জানা যায়, ২০১৪ সালের ৩০ ডিসেম্বর বিলমাড়িয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী ও নওপাড়া গ্রামের এক কিশোরী প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিল। এসময় একই গ্রামের শফিক সরকারের ছেলে সুমন সরকার তার দুই সহযোগীর সহায়তায় জোর পূর্বক তাকে পার্শ্ববর্তী আম বাগানে তুলে নিয়ে যায়। পরে হাত ও মুখ বেঁধে ওই স্কুল ছাত্রীকে ধর্ষণ করে। পরে স্কুল ছাত্রী বাদী হয়ে সুমন সরকারসহ তিনজনকে আসামী করে লালপুর থানায় একটি মামলা দায়ের করে। মামলার দীর্ঘ শুনানী এবং স্বাক্ষ্য প্রমান শেষে বিচারক অভিযুক্ত সুমন সরকারকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন। বাকী দুই আসামী রান্টু সরকার ও শফিক সরকারকে বিরুদ্ধে অভিযোগ প্রমানিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দেওয়া হয়।

২০জানুয়ারী,২০১৮শনিবার:ক্রাইমর্বাতা.কম/প্রতিনিধি/আসাবি

Check Also

সাতক্ষীরা বিনেরপোতা সড়ক দুর্ঘটনায় ১ ভ্যান চালক নিহত

মামুন হোসেন নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা বিনেরপোতা সড়ক দুর্ঘটনায় ১ ভ্যান চালক নিহত হয়েছে। বৃহস্পতিবার ( …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।