ব্রাহ্মণবাড়িয়ায় আটক দুই ব্যক্তি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

ক্রাইমবার্তা রিপোর্ট:ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আটক দুই ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার গভীররাতে উপজেলার শাহবাজপুর-দেওড়া আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, হবিগঞ্জের লাখাই উপজেলার স্বজন গ্রামের বাশার (৩৩), ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুতিয়ারা গ্রামের এনতা (৩২)।
পুলিশ বলছে আটক দুইজন ‘ডাকাত’। সরাইল থানা ওসির ভাষ্য, ‘শনিবার আটক করা দুই ডাকাতকে নিয়ে রাতে অস্ত্র উদ্ধারে বের হয় পুলিশ। পথে দুই ডাকাতকে ছিনিয়ে নিতে তাদের সহযোগীরা পুলিশের দিকে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি করলে দুই ডাকাত গুলিবিদ্ধ হয়।” ওসী বলেন, আহত ‘ডাকাতদের’ জেলা সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
পুলিশের দাবি, গোলাগুলিতে সরাইল সার্কেলের সহকারী পুলিশ সুপার মনিরুজ্জামান ফকিরসহ পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন।
ঘটনাস্থল থেকে একটি পাইপগান, দুটি কাতুজ উদ্ধার করার কথা জানিয়েছেন ওসি মফিজুল।২০জানুয়ারী,২০১৮শনিবার:ক্রাইমর্বাতা.কম/প্রতিনিধি/আসাবি

Check Also

আশাশুনির খাজরা ইউনিয়নের খালিয়া রাস্তার বেহাল দশা।। বিপত্তিতে শতাধিক পরিবার।।দ্রুত সংস্কার দাবি 

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড খালিয়া গ্রামের সানাপাড়ার প্রায় শতাধিক পরিবার একটি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।