ক্রাইমবার্তা রিপোর্ট:বার রাজধানীর বসিলা থেকে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের ব্যক্তিগত কর্মকর্তা মোতালেব হোসেন ‘নিখোঁজ’ হয়েছেন। এর আগে বনানী এলাকা থেকে বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের কর্মচারী নাসির উদ্দিন নিখোঁজ হন।
শনিবার রাতে রাজধানীর হাজারীবাগ থানায় পরিবারের পক্ষ থেকে একটি সাধারণ ডায়রি (জিডি) করা হয়।
জিডিতে বলা হয়, শনিবার বিকেলে হাজারীবাগের বসিলা ব্রিজের কাছে মোতালেব হোসেন নিজের নির্মাণাধীন বাড়ির সামনে থেকে নিখোঁজ হন।
রোববার বিকেলে হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর আলিমুজ্জামান জানান, মোতালেবের নিখোঁজের বিষয়ে থানায় একটি জিডি হয়েছে। তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে।
তিনি বলেন, ‘কে বা কারা তাকে তুলে নিয়ে গেছে, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি তার সাথে বাড়ি নির্মাণ বা অন্য কিছু নিয়ে কারো কোন দ্বন্দ্ব ছিল না। বিষয়টি তদন্তাধীন, তাকে উদ্ধারে সব ধরনের চেষ্টা চলছে।’
জানা যায়, মোতালেব হোসেনের গ্রামের বাড়ি ঝালকাঠি জেলায়। তিনি রাজধানীর গ্রিন রোডে সরকারি স্টাফ কোয়ার্টারে থাকেন।
২০জানুয়ারী,২০১৮শনিবার:ক্রাইমর্বাতা.কম/ সূত্র: চ্যানেল আই/আসাবি