বিশ্ব ইজতেমা শেষে ফেরার পথে দুর্ঘটনায় প্রাণ হারালেন ৪ মুসল্লি

স্টাফরিপোর্টারঃ   সিলেটের দক্ষিণ সুরমায় ইজতেমা-ফেরত একটি বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে চার মুসল্লি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন।

সোমবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার রশিদপুর সাতমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সুনামগঞ্জের আবু বক্কর (৫০), আকরব আলী (৫০) ও আব্দুল জফুর (৪৫)।

দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজল জানান, সোমবার টঙ্গীর বিশ্ব ইজতেমা শেষে একটি বাসে অন্তত ৩০ মুসল্লি সুনামগঞ্জে নিজ এলাকায় ফিরছিল।

সকাল ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সাতমাইল এলাকায় বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে ওই বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ওই তিন মুসল্লির মৃত্যু হয়। পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে হাসপাতালে নেয়ার পর আরও একজনের মৃত্যু হয়।

এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। তাদের একই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Check Also

সাতক্ষীরা বিনেরপোতা সড়ক দুর্ঘটনায় ১ ভ্যান চালক নিহত

মামুন হোসেন নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা বিনেরপোতা সড়ক দুর্ঘটনায় ১ ভ্যান চালক নিহত হয়েছে। বৃহস্পতিবার ( …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।