ইসালামী ব্যাংকফাউন্ডেশন সাতক্ষীরার উদ্যোগে অসহায় দুস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। আজ সকাল ১২টার দিকে ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল সাতক্ষীরার নিজস্ব চত্ত্বরে শীত বস্ত্র বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করেন,ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর পরিচালক সৈয়দ আবু আসাদ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক সাতক্ষীরা শাখার ভিপি ও ব্যাস্থাপক শেখ আব্দুস সালাম ও হাসপাতালটির সাতক্ষীরা শাখার সাবেক এমডি মাহবুবুল আলম। হাসপাতালটির সাতক্ষীরা শাখার প্রশাসনিক কর্মকতা হামিদুল ইসলাম খানের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে হিসাব কর্মকর্তা শরিফুল আওয়াল,আবু হেনা মোস্তফা কামাল বুলবুল বক্তব্য রাখেন। অনুষ্ঠান পরিচালনা ছিলেন,রাশেদুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন,ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল সবার মাঝে সব ধরণে সেবা নিশ্চিত করে। স্বাস্থ্য সেবা ছাড়াও হাসপাতালটি গরীব ও অসহায় মানুষের মাঝে সেবা দান করে। ব্যবসায়িক মনভাব না দিয়ে সেবা দান করাই হাসপাতালটির লক্ষ। বিভিন্ন সময়ে গরীব রোগীদের বিনা মুল্যে চোখের ছানি অপারেশান,সুন্নতে খাতনা,ডেন্টাল ক্যাম্প সহ বিভিন্ন ধরণের সেবা দিয়ে থাকে। এছাড়া মানুষের সেবা সহজ ও দ্রুত করতে হাসপাতালটি নতুন নতুন কর্মসুচি হাতে নিয়েছে।
Check Also
সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। …