চাকুরী জাতীয়করনের দাবীতে সাতক্ষীরায় সিএইচসিপিদের অবস্থান কর্মসূচি পালন

 ক্রাইমবার্তা রিপোর্ট:সাতক্ষীরায় কমিউনিটি ক্লিনিকে কর্মরত সিএইচসিপিদের চাকুরী জাতীয়করনের দাবীতে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গবার সকালে সকাল ৯ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত জেলা সিভিল সার্জন অফিসের সামনে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে সাতক্ষীরা জেলার ৮টি উপজেলার ২২৪ জন কমিউনিটি ক্লিনিকে কর্মরত কমিউনিটি হেল্থ কেয়ার প্রোভাইডাররা অংশ গ্রহন করেন।

অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা দাবী আদায় বাস্তবায়ন কমিটির সভাপতি মো: আলামীন হোসেন, সাধারণ সম্পাদক মো: আলমগীর হোসেন, সাতক্ষীরা সদর উপজেলার সভাপতি হাসিবুর রহমান,আশাশুনি উপজেলার সভাপতি সেলিম রেজা,তালা উপজেলার সভাপতি হাফিজুর রহমান, কলারোয়া উপজেলার সভাপতি আবুল কালাম, কালিগঞ্জ উপজেলার সভাপতি আব্দুস সালাম, শ্যামনগর উপজেলার সভাপতি রবিউল ইসলাম, দেবহাটা উপজেলার সভাপতি সোহগ হোসেন,আশাশুনি উপজেলার নেতা হরিদাশ, রবিন্দ্র, সেলিম, রবিউল প্রমূখ।

কর্মসূচির মাধ্যমে দাবী আদায় না হলে ১ফেব্র“য়ারি থেকে রাজস্ব করণের একদফা দাবীতে অনশন শুরু করা হবে জানানো হয়।

২৩জানুয়ারী,২০১৮সোমবার:ক্রাইমর্বাতা.কম/প্রতিনিধি/আসাবি

##

Check Also

সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।