প্রেস বিঞ্জপ্তি : জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৮ এর সাতক্ষীরায় জেলা পর্যায়ে নবজীবন পলিটেকনিক ইন্সটিটিউট শীর্ষস্থান অধিকার করেছে। জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে কয়েকটি পর্যায়ে বিজয়ীদের মধ্যে এই সম্মাননা সনদ ও ক্রেষ্ট প্রদান করা হয়েছে। গত মঙ্গলবার সাতক্ষীরার নবারুন বালিকা উচ্চ বিদ্যালয়ে আনুষ্ঠানিক ভাবে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সহকারী জেলা শিক্ষা অফিসার অলোক কুমার তরফদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার এস এম ছায়েদুর রহমান। জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৮ এর সাতক্ষীরার জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা(কারিগরি) প্রতিষ্ঠান হিসাবে নবজীবন পলিটেকনিক ইন্সটিটিউট প্রথম,শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসাবে নবজীবন পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ শেখ রফিকুল ইসলাম, ,শ্রেষ্ঠ শ্রেনী শিক্ষক হিসাবে নবজীবন পলিটেকনিক ইন্সটিটিউটের উপাধ্যক্ষ মীর ফখরউদ্দীন আলী আহমেদ,,শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসাবে নবজীবন পলিটেকনিক ইন্সটিটিউটের ছাত্র ফাহিম হোসেন প্রথম স্থান অধিকার করেছে। প্রধান অতিথির বক্তব্যে জেলা শিক্ষা অফিসার এস এম ছায়েদুর রহমান বলেন বর্তমান শিক্ষা ব্যাবস্থায় মানসম্মত শিক্ষা ও কারিগরি শিক্ষা অত্যন্ত গুরুত্বপুর্ন। শিক্ষা জীবন অনেক কস্ট এবং পরিশ্রমের উল্লেখ করে তিনি সকল ক্ষেত্রেই ভাল ফল লাভের জন্য অধ্যবসায় এবং প্রচেষ্টার মাধ্যমে সফলতা অর্জন ও সকল ছাত্র –ছাত্রীদের মনোযোগ সহকারে পড়াশুনা করার আহব্বান জানান। উল্লেখ্য বিগত বছরেও জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৭ এর সাতক্ষীরার জেলা পর্যায়ে নবজীবন পলিটেকনিক ইন্সটিটিউট শীর্ষস্থান অধিকার করে। ধারাবাহিক ভাবে এই সফলতা অর্জন করায় সকলকে ধণ্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন নবজীবনের নির্বাহী পরিচালক ও নবজীবন ইনস্টিটিউটের চেয়ারম্যান তারেকুজ্জামান খান। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন পল্টু বাসার।
Check Also
সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। …