মিছিলের দুই সাংবাদিক রক্তাক্ত, ক্যামেরা ভাঙচুর

ক্রাইমবার্তা রিপোর্ট: যশোরের রেনাপোলে মিছিলের ছবি তুলতে গিয়ে বন্দর শ্রমিকদের হামলায় ইনডিপেনডেন্ড টিভির দুই সংবাদকর্মী গুরুতর আহত হয়েছে। এ সময় তাদের ক্যামেরা ভাঙচুর করে শ্রমিকরা। আহতরা হলেন ইনডিপেন্ডেন্ট টিভির যশোর জেলা প্রতিনিধি জিয়াউল হক ও ক্যামেরাম্যান শরীফ।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বেনাপোল বাজারের সোনালী ব্যাংকের সামনে এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, বেনাপোল বন্দরে ক্ষমতাসীন দলের নেতৃত্বাধীন দুটি হ্যান্ডলিংক শ্রমিক ইউনিয়ন রয়েছে। এর একটি ৯২৫ ইউনিয়ন নিয়ন্ত্রণ করছে পৌর মেয়র আশরাফুল আলম লিটনের সমর্থক আওয়ামী লীগ নেতা কমিশনার রাশেদ আলী এবং অপরটির ৮৯১ ইউনিয়নের নেতৃত্বে রয়েছে স্থানীয় এমপি শেখ আফিল উদ্দিনের সমর্থক উপজেলা যুবলীগের সভাপতি অহিদুজ্জামান অহিদ।

বন্দরে প্রভাব বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে বেশ কিছু দিন ধরে উত্তজনা বিরাজ করছিল। এ নিয়ে কিছু ঘটনাও ঘটে। এতে একে-অপরকে দোষারোপ করে পাল্টা-পাল্টি মিছিল ও পথসভা করে।

বুধবার সকালে শ্রমিকদের একটি গ্রুপ হঠাৎ বন্দর থেকে মিছিল বের করে বেনাপোল বাজারে আসে। এ সময় তারা এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে দুটি বোমার বিস্ফোরণ ঘটায়।

মিছিল বের করে পাল্টা গ্রুপের শ্রমিকরাও। এ সময় আতঙ্কে বাজারের সব প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। সাংবাদিকরা ছবি তুলতে এগিয়ে আসলে মিছিলে থাকা কয়েকজন শ্রমিক তাদের ওপর লাঠিসোটা নিয়ে হামলা চালায় ও ক্যামেরা ভাঙচুর করে।

এ সময় সাংবাদিক জিয়া ও শরীফ মারাত্মক জখম হয়। পরে মিছিল চলে গেলে স্থানীয়রা ওই দুই সংবাদকর্মীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে একটি ক্লিনিকে ভর্তি করে।

বেনাপোল পোর্ট থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শরীফ হাবিবুর রহমান আহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এলাকায় শান্তি রক্ষায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া সাংবাদিকদের ওপর হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

 

২৪জানুয়ারী,২০১৮মঙ্গলবার:ক্রাইমর্বাতা.কম/প্রতিনিধি/আসাবি

Check Also

৩০ জুলাই পর্যন্ত অনেক দল সিদ্ধান্ত নিতে পারেনি, সংগ্রামে যুক্ত হবে কি না: সারজিস আলম

জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেছেন, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।