ক্রাইমবার্তা রিপোর্ট:সাতক্ষীরা ভোমরা স্থল বন্দর সীমান্তের জিরোপয়েন্ট এলাকার একটি ব্রিজের নিচ থেকে কালামুল্লাহ বাবলু (৬০) নামে এক বাংলাদেশীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেল সাড়ে ৩ টার দিকে লাশ উদ্ধার করা হয়।
কালামুল্লাহ বাবলু শহরের মুনজিতপুর এলাকার মৃত রেজাউল করিমের ছেলে।
ভোমরা স্থল বন্দর ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল হোসেন জানান, পাসপোর্ট যাত্রীদের কাছ থেকে খবর পেয়ে বিকালে সীমান্তের মেইন পিলার ৩এর সাব পিলার ২এর কাছাকাছি সীমান্তের জিরোপয়েন্ট ব্রিজের নীচ থেকে বাবলুর লাশ উদ্ধার করা হয়। তার এ সময় পরনে ছিল জিনস এর প্যান্ট, কালো গেঞ্জি, মাথায় উলেন টুপি ও পায়ে কেটস।
সাতক্ষীরা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মেরিনা আক্তার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, বাবলু গত ৭/৮ দিন ধরে বাড়ি থেকে নিখোঁজ ছিল। এ ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরিও করা হয়।
Check Also
সাতক্ষীরা পৌর ৪ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর আমীরের শপথ
মাসুদ রানা, সাতক্ষীরা: বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা শহর শাখার পৌর ৪ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর …