স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মানুষের কল্যানে কাজ করে। ঘূর্ণিঝড়, বন্যা, প্রাকৃতিক দূর্যোগের সময় দুঃস্থ অসহায় মানুষের সাহায্য করে থাকে। দুঃস্থ অসহায় মানুষের সাহায্যের জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে। রেড ক্রিসেন্টের সকল কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করা হবে। সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান জেলা আ’লীগ সাধারন সম্পাদক ও রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম গতকাল বিকালে জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সামনে দুঃস্থ শীতার্থদের মাঝে কম্বল বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান পৌর আ’লীগের সভাপতি মোহাম্মদ আবু সাঈদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আ’লীগ যুগ্ম সাধারন সম্পাদক প্রেস ক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আসাদুজ্জামান বাবু, সদর আ’লীগ সভাপতি আলহাজ্ব এসএম শওকাত হোসেন, সাধারন সম্পাদক শাহাজান আলী, জেলা যুবলীগের আহবায়ক আব্দুল মান্নান, পৌর আ’লীগ যুগ্ম সাধারন সম্পাদক মোঃ রাশেদুজ্জামান রাশি, এড. সাহেদুজ্জামান সাহেদ, মনিরুল ইসলাম মাছুম, যুবনেতা মিজানুর রহমান। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন রেড ক্রিসেন্ট ইউনিটের সাধারন সম্পাদক মোঃ শাহাদাৎ হোসেন।
Check Also
সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। …