আক্তারুজ্জামান বাচ্চু, সাতক্ষীরা থেকে ঃ সাতক্ষীরার জজশীপ ও ম্যাজিস্ট্রেসিতে ৫০ হজার মামলার জট লেগে আছে। বিচারক সঙ্কটের কারনে এসব মামলা দ্রæত নিষ্পত্তি করা সম্ভব হচ্ছে না। জেলা জজশীপে ১৪ জন বিচারকের স্থলে আছেন ৯ জন এবং ম্যাজিস্ট্রেসিতে ৯ জন বিচারকের স্থলে আছেন মাত্র ৪ জন বিচারক। ফলে ভোগান্তির শিকার হচ্ছেন সাতক্ষীরার বিচার প্রার্থী সাধারণ মানুষ।
আদালতের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাতক্ষীরা জজশীপে বিচারাধীন মামলা রয়েছে ৮ হাজার ৬৪০টি। এর মধ্যে দায়রা মামলা ৩ হাজার ১৮২টি, এস, টি, সি মামলা ২ হাজার ৮৮৪টি, বিশেষ মামলা ৩৫টি, ফৌজদারী আপিল মামলা ১ হাজার ১১টি, ফৌজদারী রিভিশন মামলা ১ হাজার ২৭৪টি, ফৌজদারি বিবিধ মামলা ১৬৮টি, এসিড অপরাধ মামলা ২৫টি, জননিরাপত্তা মামলা ২টি, সন্ত্রাস মামলা ২টি এবং শিশু মামলা রয়েছে ৫৭টি।
এছাড়া, সিভিল মামলা রয়েছে ২৫ হাজার ৩৪টি। এর মধ্যে আপীল মামালা ১ হাজার ২৫০টি, স্বত্ব/ অন্যপ্রকার মামলা (দেওয়ানী) ৭ হাজার ৬৯৯টি, টাকার মামলা ১৬৫টি, এস,সি,সি মামলা ৮টি, পারিবারিক মামলা ৭৮৫টি, নির্বাচনী মামলা ১৭টি, মিস কেস ১ হাজার ১৪৬টি, জারী মামলা ৯২২টি, সিভিল রিভিশন মামলা ২৯৩টি, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ মামলা ৫ হাজার ৫৮টি এবং ল্যাÐ সার্ভে ট্রাইব্যুনাল মামলা রয়েছে ৭ হাজার ৬৯১টি।
অপরদিকে, সাতক্ষীরা ম্যাজিস্ট্রেসিতে বিচারাধীন মামলা রয়েছে ১৩ হাজার ৭৮৫টি এবং সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারাধীন মামলা রয়েছে ২ হাজার ৮৪৫টি। দীর্ঘ প্রায় ১০ মাস বিচারক শূন্যতার পর চলতি জানুয়রি মাসে এ ট্রাইব্যুনালে যোগদান করেছেন হোসনে আরা আক্তার নামের একজন বিচারক। ফলে দীর্ঘদিন পর হলেও বিচার পেতে শুরু করেছেন সাতক্ষীরার নারী ও শিশু আদালতের বিচারপ্রার্থী সাধারণ মানুষ।
সূত্র আরো জানায়, সাতক্ষীরা জজশীপে ১৪ জন বিচারকের স্থলে আছেন ৯ জন। শুন্য রয়েছে ৫টি পদ। এগুলো হচ্ছে, সাতক্ষীরা সদর. আশাশুনি, শ্যামনগর ও দেবহাটা সহকারি জজ এবং সহকারি জজের অতিরিক্ত আরো ১টি পদ। এছাড়া, ম্যাজিস্ট্রেসিতে ৯ জন বিচারকের স্থলে আছেন মাত্র ৪ জন বিচারক। এখানেও শুন্য রয়েছে ৫টি পদ। এগুলো হচ্ছে, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ২ জন এবং জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৩ জন। ফলে একদিকে যেমন মামলা জট লেগে আছে, অপর দিকে ভোগান্তির শিকার হচ্ছেন সাতক্ষীরার বিচারপ্রার্থী সাধারণ মানুষ।
Check Also
সাতক্ষীরায় লটারীতে টিকে থাকা ৭১ শিক্ষার্থীকে ভর্তির সুযোগের দাবিতে অভিভাবকদের সংবাদ সম্মেলন
সাতক্ষীরা প্রতিনিধি ভর্তির লটারীতে টিকে থাকার পরও শুধুমাত্র বয়সের অজুহাতে সাতক্ষীরা সরকারি বালক ও বালিকা …