সরকার হার্ডলাইনে চলে গিয়েছে: ফখরুল

ক্রাইমবার্তা রিপোর্ট: ঢাকা :  বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ‘আমরা বুঝতে পারছি সরকার কোনো রকম পথ খোলা রাখছে না। তারা সম্পূর্ণভাবে হার্ডলাইনে চলে গিয়েছে। বিরোধীদলের সঙ্গে নুন্যতম সম্পর্কটুকুও ছিন্ন করে চলেছে। গণতান্ত্রিক সমস্ত অধিকারগুলোও কেড়ে নিয়েছে।

মঙ্গলবার রাতে দলের স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়কে গ্রেফতার করার পর  তিনি এসব কথা বলেন।

প্রসঙ্গত, বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়কে রাজধানীর গুলশান-১ এলাকা থেকে আজ রাত সোয়া ১০টার দিকে গ্রেফতার করা হয়। জানা গেছে গয়েশ্বর চন্দ্র রায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কার্যালয় থেকে বের হওয়ার পরই তাকে গ্রেফতার করা হয়। ৩১জানুয়ারী,২০১৯বুধবার:ক্রাইমর্বাতা.কম/প্রতিনিধি/আসাবি

Check Also

আশাশুনির খাজরা ইউনিয়নের খালিয়া রাস্তার বেহাল দশা।। বিপত্তিতে শতাধিক পরিবার।।দ্রুত সংস্কার দাবি 

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড খালিয়া গ্রামের সানাপাড়ার প্রায় শতাধিক পরিবার একটি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।