মোঃ রেজাউল বারী বাবুল:গাজীপুর সংবাদদাতাঃ গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বুধবার মুরগী বোঝাই একটি পিক-আপ উল্টে ৩ যাত্রী নিহত ও ২ জন আহত হয়েছে। নিহতরা হলো- যশোর কতোয়ালী থানার জগন্নাথপুর গ্রামের সৈয়দ আব্দুর রশীদ মীরের ছেলে সৈয়দ আব্দুল হালিম (৫০), গাজীপুর সদর উপজেলার খাইলকুর গ্রামের আবুল হোসেনের ছেলে আশিকুর রহমান (২০) এবং ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার ভালুজান ভোটঘর গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে জামাল উদ্দিন (৩০)। স্থানীয়রা আহতদরেকে উদ্ধার করে মাওনা আলহেরা হাসপাতালে চিকিৎসা দিয়েছে।
শ্রীপুরের মাওনা হাইওয়ে থানার ওসি মো. দেলোয়ার হুসেন ও এলাকাবাসি জানায়, বুধবার সকালে ময়মনসিংহের ভালুকার আঙ্গারগাড়া গ্রাম থেকে মুরগী বোঝাই একটি পিকআপ গাজীপুরের বোর্ড বাজারে যাচ্ছিল। পথে মহাসড়কের শ্রীপুর উপজেলার এমসি বাজার এলাকায় (সুফিয়া কটন মিল কারখানার সামনে) পৌছলে চালক নিয়ন্ত্রন হারিয়ে মহাসড়কের পাশে মাইল মিটারে ধাক্কা খেয়ে মুরগী বোঝাই পিকাপটি উল্টে যায়। এতে পিকআপের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এসময় ঘটনাস্থলে ওই পিকাপের ৩ যাত্রী মারা যায় ও ২ যাত্রী আহত হয়। আহত সুমন মিয়া (১৮) গাজীপুরের কাপাসিয়া উপজেলার তরগাঁও গ্রামের মোশারফ হোসেনের ছেলে ও মানিক মিয়া (২২) একই এলাকার গিয়াস উদ্দিনের ছেলে।
নিহতদের স্বজনের আবেদনের প্রেক্ষিত্রে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
###