ক্রাইমবার্তা রিপোর্ট:কোচিং বন্ধ করার ঘোষনা প্রত্যাহারের দাবীতে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসুচি পালন করেছে কোচিং অ্যাসোসিয়েশনে নেতৃবিন্দ।
বুধবার সকাল ১১ টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসুচি পালন করে জেলা কোচিং অ্যাসোসিয়েশনের নেতারা এ আহবান জানান।
মানববন্ধনে সাতক্ষীরা কোচিং অ্যাসোসিয়েশনের সভাপতি সঞ্জয় কুমারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক মাহাবুবুর রহামন, মোতাছিম বিল্লাহ, মাসুম বিল্লাহ, আশরাফুল ইসলাম, মোসলেম আলি, আব্দুর রহিম গোলাম রহমান প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, কোচিং বন্ধ হলে দেশে ১৫ লাখ শিক্ষিত যুবক বেকার হয়ে পড়বে। একই সঙ্গে কোচিংয়ের স্বীকৃতি ও বৈধ নীতিমালা প্রনয়ন কোচিংয়ের ওপর ভ্যাট ১৫ শতাংশ কমিয়ে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের মতো ৪ দশমিক ৫ শতাংশ করা ও কোচিং সেন্টারের জন্য ভাড়া করা বাড়ির ওপর অর্পিত ভ্যাট প্রদান বন্ধ কারার দাবী জানানো হয়। বক্তারা আরও বলেন কোচিং সেন্টারে প্রতি মাসে স্বপ্ল বেতনে শিক্ষার্থীদের পাঠদান করা হয়ে থাকে। গরীব মেধাবীরা যেখানে বেশি বেতনে পড়তে পারেনা সেখানে তার কোচিং করে স্বল্প মুল্যে। এখানে প্রশ্ন পত্র ফাঁসের কোন সুযোগ নেই। নেতৃবিন্দ অভিলম্বে কোচিং সেন্টার খুলে দেওয়ার জন্য সরকারের কাছে দাবী জানানো হয়।
৩১জানুয়ারী,২০১৯বুধবার:ক্রাইমর্বাতা.কম/প্রতিনিধি/আসাবি