ফিরোজ হোসেন : সাতক্ষীরায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক অসহায় প্রতিবন্ধীকে কুপিয়ে নগত অর্থ ও সইকৃত চেক ছিনতাই করে নিয়েছে সন্ত্রাসী বাহিনী। গুরুতর আহত ফজলে রহমানকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে সদরের লাবসা ইউনিয়নের থানাঘাটা (পরামানিকপাড় দীঘের পাড়) এলাকায়। সদর থানার অভিযোগ সুত্রে জানা যায় যে, শনিবার সকাল অনুমান সাড়ে ৭টার সময় ইটভাটার কাজকে কেন্দ্র করে থানাঘাটা গ্রামের মৃত আবু মুছার ছেলে মো. ফজলে রহমানের বাড়িতে অতর্কিত হামলা চালায় থানাঘাটা গ্রামের আনোয়ারুল ইসলামের ছেলে হাফিজুল ইসলাম, আরিজুল ইসলাম, আনোয়ারুল ইসলাম ও বিউটি বেগম। এসময় প্রতিবন্ধী ফজলের বাড়ির বাড়ান্দা থেকে ধারালো দা দিয়ে হত্যার উদ্দেশ্যে হাফিজুল ইসলাম মাথার ডান পাশে গুরুতর হাড়কাটা রক্তাক্ত জখম করে। এসময় অপর ব্যক্তি আরিজুল ইসলাম ও দা দিয়ে মাথার বাম পাশে কোপ মারে। এসময় ফজলে রহমান মাটিতে লুটিয়ে পড়লে সন্ত্রাসীরা রড় দিয়ে এলোপাতাড়িভাবে আঘাত করে। আহত ফজলের পরিহীত ট্রাউজারের পকেট থেকে মাছ ব্যবসায়ের ৪০ হাজার টাকাসহ ম্যানি ব্যাগ কেড়ে নেয়। এসময় ম্যানিব্যগে রক্ষিত সইকৃত একটি চেক সেটাও ছিনিয়ে নেয়। এসময় গুরুতর আহত ফজলে রহমানকে বাকিবিল্লাহ, মিরাজ আলীসহ পরিবারের লোকজন ও স্থানীয়রা সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। ফজলের অবস্থা আশংঙ্খাজনক। এব্যাপারে ভুক্তভোগী পরিবারের সদস্যরা প্রতিবন্ধী ফজলের উপর হামলাকারী সন্ত্রাসী বাহিনীর সদস্যদের গ্রেফতার করতে জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন।
Check Also
রাজনৈতিক অঙ্গনে কৌতূহল, নতুন বছরে আসছে নতুন দল!
জাতীয় নির্বাচনের আনুষ্ঠানিক দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি। কিন্তু বসে নেই রাজনৈতিক দলগুলো। নির্বাচনের বিষয়টি মাথায় …