নতুন প্রধান বিচারপতি নিয়োগ প্রসঙ্গে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, জ্যেষ্ঠতম বিচারপতিকেই প্রধান বিচারপতি করতে হবে সংবিধানে এমন কোনো বিধান নেই।
শুক্রবার সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন। অ্যাটর্নি জেনারেল বলেন, এমন কোনো বিধান নেই যে, হাইকোর্টের জ্যেষ্ঠতম যিনি তাকেই আপিল বিভাগে নেয়া হবে। এটা সম্পূর্ণ রকমভাবে রাষ্ট্রপতির বিবেচনার বিষয় এবং এর আগেও এ রকম হয়েছে। এর আগেও আমাদের দেশে জ্যেষ্ঠতম বিচারপতিকে প্রধান বিচারপতি করা হয়নি।
শুক্রবার দেশের ২২তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। শনিবার সন্ধ্যা ৭টায় বঙ্গভবনের দরবার হলে তার শপথগ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানান রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন।
গত বছরের ১০ নভেম্বর প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা পদত্যাগ করার পর থেকেই এই পদ খালি ছিল। যেখানে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্বপালন করছিলেন জ্যেষ্ঠ বিচারপতি আবদুল ওয়াহহাব মিঞা।