আমিনুর রহমান সোহাগ:পাটকেলঘাটা: সাতক্ষীরা-খুলনা মহাসড়কের তালা উপজেলার নওয়াপাড়া পেট্রোল পাম্প সংলগ্ন সড়কে বাস ও মটরসাইকেলের মুখমোখী সংঘর্ষে দুই জন নিহত হয়েছে। শনিবার দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন,বাপ্পী হোসেন(২৭) ও আতাউর রহমান(৩০)। নিহত দুজনের বাড়ী খুলনার শেখ পাড়ায়।
পুলিশ জানায় সাতক্ষীরা থেকে ছেড়ে আসা বাসের সাথে সাতক্ষীরা গামী মটরসাইকেলের সংঘর্ষে বাসের চাকায় পিষ্ট হয়ে ঐ দুই মটর সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। চুকনগর হাইওয়ে পুলিশ লাশ উদ্ধার করে কাম্পে নিয়ে যায়। চুকনগর পুলিশের এস আই কামরুল ইসলাম জানান, নিহতের লাশ উদ্ধার করে আনা হয়েছে। লাশের ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হবে।
Check Also
সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। …