বিএনপিকে নির্বাচনে আসতেই হবে, নইলে নিবন্ধন বাতিল:ওবায়দুল কাদের

ক্রাইমবার্তা রিপোর্ট: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী নির্বাচনে অংশগ্রহণ না করলে বিএনপির নিবন্ধন বাতিল হয়ে যাবে। বিএনপিকে নির্বাচনে আসতেই হবে। তা না হলে রাজনৈতিক দল হিসেবে তাদের আর নিবন্ধন থাকবে না

শনিবার দুপুরে কুমিল্লা নগরীর শাসনগাছা রেল ওভারপাস নির্মাণ কাজ পরিদর্শনকালে সাংবাদিকদের এ কথা বলেন সেতুমন্ত্রী।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার মামলার রায় নিয়ে বিএনপির নেতাকর্মীদের কোনো প্রকার হয়রানি করা হচ্ছে না।

বিএনপি আজ লা মেরিডিয়ানে নির্বাহী কমিটির সভা করছে। কেউ তো তাদের বাধা দিচ্ছে না। বিএনপিকে হুমকি-ধমকি দেয়ার তথ্য প্রমাণ দিতে পারলে বা তথ্য প্রমাণ নিয়ে আসলে আমরা ব্যবস্থা নেব।

এ সময় কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য হাজি আ ক ম বাহাউদ্দিন বাহার, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আমিনুল ইসলাম টুটুল, সওজ কুমিল্লার নির্বাহী প্রকৌশলী মোফাজ্জল হায়দার, আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ৬৩১.৫০ মিটার দীর্ঘ ওভারপাসটি নির্মাণে ৬৫ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। ২০১৩ সালের জুলাই মাসে শুরু হওয়া নির্মাণ কাজ চলতি বছরের মার্চ মাসে উদ্বোধন করা হবে।

Check Also

প্রত্যেকটা অফিসের কেরানি পর্যন্ত ফ্যাসিবাদের দোসর : আসিফ মাহমুদ

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।