রাজাপুরের মহিলা ভাইস চেয়ারম্যান লাইজুর বিরুদ্ধে যুব মহিলা লীগ নেত্রীকে নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির রাজাপুরে ঘুষের ৪ লাখ টাকা ফেরত চাওয়ায় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উপজেলা মহিলা আ’লীগের সভানেত্রী আফরোজা আক্তার লাইজু ও তার দলবল মিলে উপজেলা যুব মহিলা লীগ নেত্রী ডলি আক্তারকে নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছে নির্যাতনের শিকার পরিবার ও এলাকাবাসী। রোববার সকালে ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপি এ মানববন্ধন পালিত হয়। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, রাজাপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু যুব মহিলা লীগ নেত্রী ডলি আক্তারের ছোট ভাই আল-আমিন খানকে স্থানীয় পুখরিজানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি কাম নৈশপ্রহরী পদে চাকরি দেয়ার প্রতিশ্রুতি দিয়ে ২০১৫ সালে ৪ লাখ টাকা ঘুষ নেন। পরে আল আমিনের পরিবর্তে অন্য একজনেকে চাকরি দেয়ায় ওই টাকা ফেরত চাইলেও তা দিতে অস্বীকার করেন আফরোজা আক্তার লাইজু এবং গত বৃহস্পতিবার দুপুরে ক্ষিপ্ত হয়ে লাইজু দলবল নিয়ে ডলি আক্তারের বাইপাস সড়কের বাসায় গিয়ে তার ওপর হামলা চালায়। আহত অবস্থায় ডলি রাজাপুর থানায় ছুঁটে আসলে পুলিশের সামনে আবারো ডলিকে বেধরক মারধর করা হয়। বর্তমানে ডলি আক্তার বরিশাল শের ই বাংলা হাসপাতালে ভর্তি রয়েছেন। মানববন্ধনে ডলির মা বকুল বেগম, ননদ শিরিন সুলতানা, ভাবি মরিয়ম বেগমসহ শতাধিক লোক অংশ নেন।

Check Also

ইইউর ‘নিরাপদ’ দেশের তালিকায় বাংলাদেশ

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) সাতটি দেশকে ‘নিরাপদ’ ঘোষণা করেছে। বুধবার (১৬ এপ্রিল) প্রকাশিত এই তালিকায় বাংলাদেশের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।